Dev: বরফের তুবড়ি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেবের দীপাবলি!

বেড়াতে যেতে খুবই ভালবাসেন দেব। কোথায় বেড়াতে গেছেন দেখুন।

Dev: বরফের তুবড়ি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেবের দীপাবলি!
দেব
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 6:37 PM
একটু অন্যরকমভাবে দীপাবলি কাটালেন অভিনেতা-প্রযোজক ও সাংসদ দেব। তবে তিনি একা নন, সঙ্গী প্রেমিকা রুক্মিণী মৈত্র। আর্কটিক সার্কেলে গিয়েছেন বেড়াতে। দারুণ সব ছবি পোস্ট করছেন বরফের দেশ থেকে।

মাস কয়েক আগেই রুক্মিণীর সঙ্গে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন দেব। ফিরে এসে শুরু করেন ‘কিশমিশ’ ছবির শুটিং। কিন্তু বেড়াতে গেলেও দেব-রুক্মিণী এক ফ্রেমে থাকেননি। দর্শনধারীরাই আঁচ করে নেন একা নন, দোকায় বেড়াতে গিয়েছে ‘তারকা কাপল’। একই জায়গা থেকে ছবি পোস্ট করেছেন। একই ফ্রেমে ছবি তুলেছেন। কিন্তু ছবিতে একসঙ্গে ছিলেন না। নর্দার্ন লাইটসের ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করা গেল। যে স্পটে দাঁড়িয়ে রুক্মিণী ছবি পোস্ট করেছেন, ১৫-১৬ ঘণ্টা পর একই জায়গায়  তোলা ভিডিয়ো পোস্টেছেন দেব।

আর্কটিক সার্কেল এক আশ্চর্য জায়গা। প্রচুর ঠান্ডা সেখানে। দীপাবলিতে সেখানেই  কাটালেন দেব-রুক্মিণী। দেখলেন জীবন্ত আগ্নেয়গিরি। আগুন নেই তাতে। আছে বরফ। ফোয়ারার মতো আগুন ছিটকে আসছে উপর থেকে। ঠিক যেমন সাদা রঙের শীতল তুবড়ি। বলে-কয়ে তো আসে না। ভাগ্যবানরাই চাক্ষুষ করেন। যেমনটা করলেন দেব-রুক্মিণী।

সেই ভিডিয়ো দু’জনেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে দেব লিখেছেন, “থার্মাল গিজ়ার, আগ্নেয়গিরি, বরফ, গ্লেশিয়ার, ঝর্ণা, নর্দার্ন লাইটস, ভূমিকম্প ও আরও অনেক কিছুর ভূমি থেকে জানাই শুভ দীপাবলি।”

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘গোলন্দাজ’। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। দর্শকের বেশ ভাল লেগেছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি। ধ্রুবর সঙ্গে ‘রঘু ডাকাত’ ছবিতেও কাজ করছেন দেব।অন্যদিকে রুক্মিণীর প্রথম বলিউড ছবি ‘সনক’ মুক্তি পেল ১৫ অক্টোবর। বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে কাস্ট করা হয়েছিল রুক্মিণীকে।