রজনীকান্ত। কারও কাছে তিনি থালাইভা আবার কারও কাছে তিনি বস। দক্ষিণী ছবির রাশ নিজের হাতে রেখেছেন বিগত বেশ অনেকটা বছর ধরে। তাঁর ছবি পূজো করেন ভক্তরা। মাইলের পর মাইল হেঁটে আসেন তাঁকে এক ঝলক দেখতে পাওয়ার আশায়। এ হেন রজনী দ্য সুপারস্টার কাজ করেছেন বাংলা ছবিতেও। যদিও তাঁর দীর্ঘ কেরিয়ারে একটি মাত্র বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি, কিন্তু এ খবর কি আপনি আগে জানতেন?
ছবির নাম ভাগ্যদেবতা। ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। পরিচালনায় ছিলেন রঘুরাম, যিনি আদপে দক্ষিণী ছবির এক ডান্স কোরিওগ্রাফার। চমকের এখানেই শেষ নয়। ছবিতে ছিলেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা কুলকর্ণী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ অনেকেই। ছবিতে রজনী কিন্তু হিরো ছিলেন না, সেই দায়িত্ব ন্যস্ত হয়েছিল মিঠুন চক্রবর্তীর উপর। রজনী অভিনয় করেছিলেন এক স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে। তাঁর লিপে আবার একটি গানও ছিল। গানটির নামও আবার ‘ভাগ্যদেবতা’। ওই ছবির হিন্দি রিমেকও হয়। নাম দেওয়া হয়েছিল ‘ক্রান্তিকারী’।
ছবিতে মিঠুন চক্রবর্তীর নাম ছিল জগদীশ মন্ডল। তাঁর চরিত্র ছিল অনেকটা ঠিক রবিন হুডের মতো। হিংসা, ক্রোধ, ভালবাসার মিশেলে এই ছবি হয়ে উঠেছিল পুরদস্তুর ফ্যামিলি ড্রামা। আজ থেকে প্রায় ২৬ বছর আগে ১৯৯৫ সালের ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি।
রজনীকান্ত। কারও কাছে তিনি থালাইভা আবার কারও কাছে তিনি বস। দক্ষিণী ছবির রাশ নিজের হাতে রেখেছেন বিগত বেশ অনেকটা বছর ধরে। তাঁর ছবি পূজো করেন ভক্তরা। মাইলের পর মাইল হেঁটে আসেন তাঁকে এক ঝলক দেখতে পাওয়ার আশায়। এ হেন রজনী দ্য সুপারস্টার কাজ করেছেন বাংলা ছবিতেও। যদিও তাঁর দীর্ঘ কেরিয়ারে একটি মাত্র বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি, কিন্তু এ খবর কি আপনি আগে জানতেন?
ছবির নাম ভাগ্যদেবতা। ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। পরিচালনায় ছিলেন রঘুরাম, যিনি আদপে দক্ষিণী ছবির এক ডান্স কোরিওগ্রাফার। চমকের এখানেই শেষ নয়। ছবিতে ছিলেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা কুলকর্ণী, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ অনেকেই। ছবিতে রজনী কিন্তু হিরো ছিলেন না, সেই দায়িত্ব ন্যস্ত হয়েছিল মিঠুন চক্রবর্তীর উপর। রজনী অভিনয় করেছিলেন এক স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে। তাঁর লিপে আবার একটি গানও ছিল। গানটির নামও আবার ‘ভাগ্যদেবতা’। ওই ছবির হিন্দি রিমেকও হয়। নাম দেওয়া হয়েছিল ‘ক্রান্তিকারী’।
ছবিতে মিঠুন চক্রবর্তীর নাম ছিল জগদীশ মন্ডল। তাঁর চরিত্র ছিল অনেকটা ঠিক রবিন হুডের মতো। হিংসা, ক্রোধ, ভালবাসার মিশেলে এই ছবি হয়ে উঠেছিল পুরদস্তুর ফ্যামিলি ড্রামা। আজ থেকে প্রায় ২৬ বছর আগে ১৯৯৫ সালের ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি।