Tollywood Gossip: দুর্নিবারের প্রথম জন্মদিন, আদুরে শুভেচ্ছা ঐন্দ্রিলার, মীনাক্ষী কী করলেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 14, 2023 | 5:40 PM

Tollywood Gossip: গায়ক দুর্নিবার সাহার জন্মদিন আজ অর্থাৎ শুক্রবার। সকাল থেকে সোশ্যাল মিডিয়া ভাসছে একের পর এক পোস্টে। দুর্নিবারের জন্মদিন আর স্ত্রী ঐন্দ্রিলা সেনের শুভেচ্ছা বার্তা আসবে না তা কী করে হয়?

Tollywood Gossip: দুর্নিবারের প্রথম জন্মদিন, আদুরে শুভেচ্ছা ঐন্দ্রিলার, মীনাক্ষী কী করলেন?
দুর্নিবারের প্রথম জন্মদিন

Follow Us

 

 

গায়ক দুর্নিবার সাহার জন্মদিন আজ অর্থাৎ শুক্রবার। সকাল থেকে সোশ্যাল মিডিয়া ভাসছে একের পর এক পোস্টে। দুর্নিবারের জন্মদিন আর স্ত্রী ঐন্দ্রিলা সেনের শুভেচ্ছা বার্তা আসবে না তা কী করে হয়? সকাল সকালই নিজেদের ছবির কোলাজ আর দুর্নিবারের গাওয়া গান ‘আমার মহাকাশে’ ব্যাকগ্রাউন্ডে দিয়ে এক ছবি পোস্ট করেছেন তিনি। পোস্ট জুড়ে ভালবাসার মরসুম। ঐন্দ্রিলা লিখেছেন, “যে মুহূর্তে হ্যালো বলেছ, সেই মুহূর্তেই তোমার হয়েছি। শুভ জন্মদিন। আজ ও প্রত্যেকদিন।” পাল্টা উত্তর দিয়েছেন দুর্নিবারও। স্ত্রীয়ের ওই মিষ্টি পোস্টের মন্তব্য বক্সে তিনি লিখেছেন, “তোমার হাসিতেই ধরা দিয়েছি। ধন্যবাদ মাম্মাম।” এ তো গেল সদ্য বিবাহিত দম্পতির কথা। আর দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী? তাঁর প্রোফাইল থেকে এল কি কোনও পোস্ট? ঠিক যেমন এসেছিল দুর্নিবারের বিয়ের ঠিক কিছু দিন আগে। না, মীনাক্ষী চুপই রয়েছেন। ৩০ মার্চের পর থেকে তিনি কোনও পোস্ট করেননি। দুর্নিবারের জন্মদিনেও তাঁর থেকে মেলেনি কোনও বিশেষ বার্তা। জন্মদিন ঐন্দ্রিলার সঙ্গেই উদযাপন করেছেন দুর্নিবার। কেটেছে ব্যস্ততার মধ্যেই। স্ত্রীর থেকে মিলেছে বিশেষ উপহারও।

 

 

 

 

 

দুর্নিবারের বিয়ের কিছু দিন আগে এই সোশ্যাল মিডিয়াতেই একটি পোস্ট করেছিলেন মীনাক্ষী। ইংরেজিতে করা ওই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “জীবনে রণবীর সিংয়ের আগমনে জন্য রণবীর কাপুরকে যেতে দিতে হয়”। আপাতদৃষ্টিতে নিপাট এই পোস্টের ভিতরে লুকিয়ে থাকা অর্থ কিন্তু এতটাও সোজা নয়। দীপিকা পাড়ুকোন প্রথমে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। এখন তিনি রণবীর সিংয়ের ঘরণী। শোনা যায়, রণবীর কাপুর নাকি দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন হয়ে পড়েছিলেন অন্য নারীতে আসক্ত। আর রণবীরের সেই ক্যাসানোভা মেজাজ সম্পর্কে কে না জানেন? অন্যদিকে রণবীর সিং কিন্তু এ সবে মোটেই নেই। প্রথম দিন থেকেই তিনি ‘ওয়ান ওম্যান ম্যান’, অর্থাৎ এক নারীতেই আসক্ত তিনি। আর সেই নারী তাঁর স্ত্রী। স্ত্রীর প্রতি দায়িত্ব-কর্তব্য বোধের কারণে নারীমহলেও তিনি বেশ চর্চিত। আর মীনাক্ষী তাই কাপুর নয়, খুঁজেছিলেন সিংকেই। পোস্টের এই যাবতীয় চরিত্রে সঙ্গে যে মুহূর্ত আপনি মীনাক্ষী-দুর্নিবার ও মোহরের সম্পর্কের মিল খুঁজছিলেন ঠিক সেই মুহূর্তেই আরও একটি বোমা ফাটিয়েছিলেন তিনি। ওই পোস্টেই লিখেছিলেন, “এই স্টেটাস নিয়ে আপনি যে সব চিন্তা মাথায় নিয়ে আসছেন, সে সবই সত্যি।” আর ওই বাক্যের মধ্যে দিয়ে না বলেও অনেক কিছু বলে দিয়েছিলেন তিনি। তবে এবার তিনি সেই পথে হেঁটেনি।

 

 

Next Article