রামপুরহাটের বগটুইকাণ্ডে সরগরম গোটা রাজ্য। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রতিক্রিয়া দিয়েছেন। বগটুইকাণ্ডে পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। রাতের অন্ধকারে অগ্নিদগ্ধ হয়ে যেভাবে মানুষকে ‘খুন’ করা হয়েছে, তা দেখে শিউড়ে উঠেছেন অনেকেই। কেউ কেউ আবার মুখও লুকিয়েছেন। কোনও মন্তব্যই করতে চাননি। কেউ আবার সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
TV9 বাংলা যোগাযোগ করেছিল সঙ্গীত শিল্পী সাহানা বাজপেয়ীয়ের সঙ্গে। তিনি বীরভূমের কন্যা। বড় হয়েছেন বোলপুরে। লেখাপড়া, গান – সবটাই শিখেছেন শান্তিনিকেতনে। তাঁরই জেলার ঘটনা। ঘটনায় মর্মাহত হয়েছেন সাহানা। কিছু বলার অবস্থায় নেই তিনি। TV9 বাংলা থেকে যোগাযোগ করা হলে সাহানা বলেছেন, “আমি তো বীরভূমের মেয়ে। এই ঘটনায় আমি অত্যন্ত শকড। এটা নিয়ে আমি কোনও মন্তব্যই করতে চাই না।”
সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক) পোস্ট করে কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, “আসলে এখন, শাসক দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর পিতা/মাতা, পঞ্চায়েতের নেতৃত্ব – এমন কি, দলের পদ প্রার্থী, পরামর্শদাতা বা কোনো পদাধিকারী হলেও এতো বেহিসেবী টাকা-পয়সা, নাম, যশ, ক্ষমতা বা সুবিধার উপহার রয়েছে, যে শিশু-নারী-পুরুষ নির্বিশেষে নিজেদের লোককে আগুনে পুড়িয়ে দিতে বা ঘরছাড়া করতে আর কারো দ্বিধা কাজ করছে না ! যুক্তি-আবেগও পরাজিত। পুলিশ প্রশাসন, সুশীল সমাজ বা জনমাধ্যমের ওপরেও সেই ক্ষমতার চাপ। তাঁদের কাছে সুবিচার পাবার আশা করে ফল পাওয়া যাচ্ছে না। ঘৃণ্য পরিস্থিতি। এক্ষেত্রে, সংগঠিত প্রতিবাদই একমাত্র পথ। রাস্তা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই।”
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন ফেসবুকে উগড়ে দিয়েছেন অসন্তোষ। লম্বা পোস্টের সারমর্ম, পশ্চিমবঙ্গের সন্ত্রাসের চেনা পথেই হাঁটছে তৃণমূলও।
আরও পড়ুন: Godhuli Alap: অসমবয়সি প্রেম দর্শকের ভাল না লাগলে কী পাল্টাবে ‘গোধূলি আলাপ’-এর গল্প, পরিচালক বললেন…
আরও পড়ুন: Parno Mitra: রাস্তায় শৌচালয় নিয়ে সমস্যায় পার্নো মিত্র, আজ থেকেই খুঁজছেন সমাধানের পথ