Parno Mitra: রাস্তায় শৌচালয় নিয়ে সমস্যায় পার্নো মিত্র, আজ থেকেই খুঁজছেন সমাধানের পথ
New Bengali Film: একা পার্নো নন। সমস্যার সম্মুখীন বাংলাদেশের দুই অভিনেত্রীও।
ছবির নাম ‘সুনেত্রা সুন্দরম’। মুখ্য চরিত্রে, অর্থাৎ সুনেত্রার চরিত্রে করছেন অভিনেত্রী পার্নো মিত্র। রয়েছেন সোমরাজ মাইতি, বাংলাদেশের দুই অভিনেত্রী নাদিয়া এবং ফরজানা চুমকি। পরিচালকের নাম শিব রাম শর্মা। আজ (২৩.০৩.২০২২) থেকেই শুটিং শুরু ছবির। কাহিনির নেপথ্যে রয়েছে শৌচালয়ের বিষয়। ছবির নামের আদ্যক্ষর বোল্ড ও বড় অক্ষরে চিহ্নিত হয়েছে ‘সুসু’ শব্দটিকে। শুদ্ধ বাংলায় যার অর্থ প্রস্রাব।
টয়লেট, বা শৌচালয় নিয়ে ছবি তৈরি করা নতুন কোনও বিষয় নয়। ছবি তৈরি হয়েছে স্যানিটারি ন্যাপকিন নিয়েও। বলিউডে অক্ষয়কুমার ও ভূমি পেডনেকর অভিনীত ‘টয়লেট’ ছবিটি সম্পর্কে গোটা দেশ ওয়াকিবহাল। কমবেশি সকলেই দেখে ফেলেছেন। বাড়ির চৌহদ্দির মধ্যে শৌচালয় তৈরির বিষয়টি তুলে ধরা হয়েছিল বাস্তবধর্মী ছবিতে। স্যানিটারি ন্যাপকিন নিয়ে তৈরি ‘প্যাডম্যান’-এও ছিলেন অক্ষয় কুমার। বিপরীতে ছিলেন রাধিকা আপ্টে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সোনম কাপুর। ফের একবার শৌচালয় নিয়ে ছবি তৈরি হল। এবং তা তৈরি হল খোদ বাংলায়। ছবির ঘোষণা হয়েছে এ বছরের নারী দিবসেই।
View this post on Instagram
কেন এরকম একটি বিষয় নিয়ে ছবি তৈরি করার কথা ভাবলেন শিব রাম? পরিচালকের কথায়, তিনি নিজের স্ত্রীকেই এই সমস্যার সম্মুখীন হতে দেখেছেন বহুবার। অনেকদিন থেকেই চিন্তাভাবনা চলছিল তাঁর। চেনা পরিচিত আরও অনেককেই সমস্যার মোকাবিলা করতে দেখেছেন। অনেকে আছেন, শৌচালয়ে যাওয়ার ভয় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াও কমিয়ে ফেলেন। দূরপাল্লায় যাত্রার সময় রাস্তা-ঘাটে শৌচালয়ের অভাব কিংবা অপরিষ্কার শৌচালয়ের কারণেই এই সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হন মহিলারা। পরবর্তীকে স্বাস্থ্যের উপরও মারাত্মক কোপ পড়ে তাঁদের। প্রস্রাব চাপতে হয়। দিনের পর-দিন অস্বাস্থ্যকর অভ্যাসে গুরুতর শারীরিক সমস্যা ডেকে আনেন পরবর্তীকালে।
পরিচালকের মনে হয়েছে এই বিষয়টি নিয়ে এবার ছবি করার সময় এসে গিয়েছে। সম্পূর্ণ বিষয়টি দেখেশুনে অনেকদিন ধরেই মনের মধ্যে কাহিনি বুনছিলেন শিব রাম। আজ সেই স্বপ্ন সত্যি করার সময় এসে গিয়েছে। কলকাতা ছাড়াও শুটিং হবে চন্দননগর, রাজারহাটের মতো এলাকায়।
View this post on Instagram
আরও পড়ুন: Shahrukh-Juhi: একসঙ্গে কাজ করার জন্য শাহরুখের কাছে কাতর আর্জি জুহির, তারপর…
আরও পড়ুন: Exclusive Mimoh: দশটা জন্ম নিলেও বাবার জায়গায় পৌঁছতে পারব না: মিঠুন-পুত্র মিমো