Madhabi Mukherjee Health: আরও কিছু দিন কাটাতে হবে হাসপাতালেই, জানাচ্ছেন মাধবী মুখোপাধ্যায়ের চিকিৎসক

Madhabi Mukherjee Health: পরিবার সূত্রে জানা গিয়েছে , বিগত বেশ কিছু দিন ধরেই দুর্বল ছিলেন মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার বেশি অসুস্থ বোধ করায় বাড়ির লোক চিকিৎসকের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

Madhabi Mukherjee Health: আরও কিছু দিন কাটাতে হবে হাসপাতালেই, জানাচ্ছেন মাধবী মুখোপাধ্যায়ের চিকিৎসক
হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2022 | 2:01 PM

হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তাঁর শরীরে রক্তাল্পতা দেখা গিয়েছে। রয়েছে দুর্বলতা। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে নেই। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আরও কিছু দিন সেখানেই থাকবে হবে তাঁকে।

তাঁর চিকিৎসকদের তরফে যে প্রেস বিবৃতি প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে, ইতিমধ্যেই তাঁর এন্ডোস্কোপি করা হয়েছে। যদিও রিপোর্টে খারাপ কিছু নেই। কিন্তু রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে না থাকায় আগামী কিছু দিন ভর্তি থাকতে হবে তাঁকে। হবে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। তবে মোটের উপর স্থিতিশীল তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে , বিগত বেশ কিছু দিন ধরেই দুর্বল ছিলেন মাধবী মুখোপাধ্যায়। শুক্রবার বেশি অসুস্থ বোধ করায় বাড়ির লোক চিকিৎসকের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে তাঁর মেয়ে মিমি ভট্টাচার্য এর আগে টিভিনাইন বাংলাকে বলেন, “আমি আসলে একটু আগে থেকেই ভর্তি করি মা’কে সবসময়। প্যারামিটারগুলো সবসময় মেপে রাখি। যে মুহূর্তে মা বলল শরীর ভাল লাগছে না, আমি ডাক্তারকে জানাই, আর ডাক্তারও সঙ্গে সঙ্গে মা’কে হাসপাতালে ভর্তি করতে বলে। আমিও আর দেরি করিনি।”

করোনা কালে শুটিং থেকে বিরতি নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু মাস খানেক আগে আবারও শুটিং ফ্লোরে দেখা গিয়েছিল তাঁকে। পরিচালক প্রমিতা ভৌমিকের ‘প্রবাহ’ নামক ছোট ছবিতে শুটিতে শুটিং করতে দেখা যায় তাঁকে। অভিনয় করতে দেখা গিয়েছিল ভাস্বর চট্টোপাধ্যায়ের এক মিউজিক ভিডিয়োতে। তাঁর এই খবরে ভক্তমহলে বেড়েছে চিন্তা। তবে পরিবার এখনই চিন্তিত হতে বারণ করছেন। মাধবী মুখোপাধ্যায়ের সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তাঁর ভক্তকুল।

আরও পড়ুন- Prabhat Roy’s Wife: শেষের দিনগুলো কেটেছে চরম কষ্টে, প্রয়াত পরিচালক প্রভাত রায়ের স্ত্রী