মধুমিতার ম্যাজিক: গ্লাস উল্টে দিলেও পড়ছে না পানীয়! কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 09, 2021 | 8:05 PM

যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, গ্লাসের দিকে তাকিয়ে তা উল্টে দিয়েছেন অভিনেত্রী। বারবার করে গ্লাস থেকে পানীয় বার করতে চাইলেও তা বেরও হচ্ছে না।

মধুমিতার ম্যাজিক: গ্লাস উল্টে দিলেও পড়ছে না পানীয়! কীভাবে?
মধুমিতার ম্যাজিক

Follow Us

উল্টে করে ধরেছেন ওয়াইন গ্লাস। তার মধ্যে রাখা পানীয়। কিন্তু তা উপুড় করলেও কিছুতেই পড়ে যাচ্ছে না সেটি। কীভাবে? উত্তর জানেন মধুমিতা সরকার। এমনই এক রিল ভিডিয়ো করে তাজ্জব করলেন অভিনেত্রী। শেয়ার করলেন ম্যাজিক ট্রিকের রহস্যও।

যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, গ্লাসের দিকে তাকিয়ে তা উল্টে দিয়েছেন অভিনেত্রী। বারবার করে গ্লাস থেকে পানীয় বার করতে চাইলেও তা বেরও হচ্ছে না। এরপর খানিক অপেক্ষা আর তার পরেই রহস্যভেদ। ক্যামেরার লেন্স ঘুরে গেল ১৮০ ড্রিগ্রি। বোঝা গেল ম্যাজিক নয়। সবটাই ক্যামেরার ট্রিক। ‘আপসাইড ডাউন’ করেই প্রথম শটটি তুলেছিলেন তিনি। তা ঘুরিয়ে দিতেই দেখা গেল যা উল্টো মনে হচ্ছিল আসলে তাই সোজা। মধুমিতার মুখে তখন বিশ্বজয়ের আনন্দ। গোলমেলে ঠেকছে কী? দেখে নিন অভিনেত্রীর ভিডিয়োটি…


এই আপসাইড রিল কনটেন্ট নতুন নয়। তবে হালফিলে বেশ ট্রেন্ডিং। সোশ্যাল মিডিয়ায় সদা অ্যাক্টিভ মধুমিতা ট্রেন্ডে গা ভাসাবেন তা কী করে হয়? অগত্যা…। তাঁর ফ্যানেরা যদিও এই রিলে বেশ খুশি। মন্তব্য সেকশন জুড়ে শুধুই প্রশংসা আর প্রিয় অভিনেত্রীর কাছ থেকেই ‘একটা রিপ্লাই দাও না দিদি’ আকুতি…।

কাজের ক্ষেত্রেও মধুমিতা সম্প্রতি ফ্যানেদের বহুদিনের আর্জি পূরণ করেছেন। বোঝে না সে বোঝে না’র পর যশ দাশগুপ্তর সঙ্গে আবারও একসঙ্গে কাজ করেছেন তিনি। উপলক্ষ একটি মিউজিক ভিডিয়ো। সূত্রের খবর, সম্প্রতি একটি ওয়েব সিরিজে অফার ফিরিয়েছেন মধুমিতা। কারণ, খোলামেলা দৃশ্যে অভিনয় করতে চাননি তিনি। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। ইনস্টা রিল, লাইভ আর কাজ… মধুমিতা আছেন নিজের মতো।

আরও পড়ুন- ঊষসীর জীবনে নতুন অধ্যায়, আফসোস একটাই, ‘বাবা দেখে যেতে পারল না…’

Next Article