Mimi Chakraborty: ‘একসঙ্গে প্রথম শাড়ি থেকে হার্টব্রেক…’, প্রিয় বন্ধুর জন্মদিনে খোলাচিঠি মিমির

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 24, 2021 | 8:22 AM

যে ছবিগুলি মিমি শেয়ার করেছেন তার মধ্যে একটি তাঁদের ছাত্রজীবনের। মিমি বুঝিয়ে দিয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের চাকচিক্য তাঁর ও তাঁর বন্ধুত্বের সম্পর্কে একেবারেই বাধা হয়ে দাঁড়ায়নি

Mimi Chakraborty: একসঙ্গে প্রথম শাড়ি থেকে হার্টব্রেক..., প্রিয় বন্ধুর জন্মদিনে খোলাচিঠি মিমির
অঙ্কিতা ও মিমি।

Follow Us

তিনি মিমির পাঞ্চিং ব্যাগ, সিক্রেট শেয়ারার। আজ থেকে নয়, স্কুলবেলা থেকে কলেজবেলা ও পরবর্তীতেও নিজেকে উজাড় করতে পারেন মিমি সেখানে। কথা হচ্ছে অঙ্কিতা আগরওয়ালের, অভিনেত্রী-সাংসদের ছোটবেলার বন্ধু।

তাঁর আজ জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে মিমি লিখেছেন এক খোলা চিঠি। যার প্রতিটি শব্দে জড়িয়ে রয়েছে আবেগ, এক নিঃস্বার্থ বন্ধুত্বের টান। কী লিখেছেন মিমি?

তিনি লিখছেন, “স্কুল, কলেজ, হোস্টেল রুম, বাস, মেট্রো… পেন্সিল শেয়ার থেকে শুরু করে ড্রেস, টিফিন… শেষ মুহূর্তে আমায় রক্ষা করা… আমায় শান্ত রাখা। আমার কাউন্সেলিং করা ও আমার জন্য কী ঠিক তা খুঁজে বার করা…একসঙ্গে প্রথম শাড়ি পড়া অথবা হৃদয় ভাঙলে একসঙ্গে কান্না… তোর সঙ্গেই সব কিছু করেছি। আরও অনেক কিছু করা বাকি। শুভ জন্মদিন অঙ্কি। ভালবাসি আর ভীষণ মিস করছি। চুমু ও আদর।”


যে ছবিগুলি মিমি শেয়ার করেছেন তার মধ্যে একটি তাঁদের ছাত্রজীবনের। মিমি বুঝিয়ে দিয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের চাকচিক্য তাঁর ও তাঁর বন্ধুত্বের সম্পর্কে একেবারেই বাধা হয়ে দাঁড়ায়নি। বরং ছোটবেলার থেকেও তা দৃঢ় হয়েছে আরও। অঙ্কিতা আগরওয়াল মূলত মিমির বন্ধু হলেও তাঁকে অনুসরণ করেন নুসরত জাহান ও পার্ণো মিত্রও। ওই দুজনেই ইন্ডাস্ট্রিতে মিমির কাছের লোক বলে পরিচিত।

অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’-এর শুটিংয়ে কিছুদিন আগেই ওড়িশা গিয়েছিলেন মিমি। ১১ বছর পর ‘গানের ওপারে’র পুপে-গোরা জুটি ফিরছেন, এই ছবিতে। মিমির সঙ্গে রয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীর। মাঝে অবশ্য বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। অনুরাগীদের প্রশ্নের উত্তরে মিমি জানান, ‘খেলা যখন’-এর পরে মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ ছবির শুটিং শুরু করবেন তিনি।

আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন

আরও পড়ুন- Desher Mati: এক একটা দৃশ্য শেষ হতে না হতেই ফ্লোরে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে: শ্রুতি দাস

Next Article