শহরে শীত পড়ছে হাল্কা। ভোরের দিকে চাদর জড়িয়ে ঘুম ভাঙছে শহরবাসীর। ওদিকে কাশ্মীর এখন বেশ ঠাণ্ডা। আর এই অক্টোবরেই কাশ্মীর পাড়ি দিয়েছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। উপলক্ষ যশের আগামী ছবির শুটিং। নুসরত যদিও ছবিতে নেই। তাতে কী? কাজের ফাঁকেই প্রেমিকের সঙ্গে একখণ্ড অবসর…মন্দ হয় না।
শহর ছাড়ার আগে ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এবার কাশ্মীর থেকে ছবি আপলোড করলেন দুজনেই। না, একসঙ্গে নয়। বরং আলাদা আলাদা ভাবে একই ব্যাকগ্রাউণ্ডের সামনে। সঙ্গে দুজনেরই ক্যাপশনে জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সেই জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং’। কাশ্মীরের হুহু হাওয়ায় প্রেম হয়েছে গাঢ়, গোপনীয়তার খোলস যেন খুলেছে আরও এক ধাপ।
অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্ক, ঈশানের মা হওয়া- এক লহমায় বদলে দিয়েছে নুসরতের জীবন। প্রেগন্যান্সি পিরিয়ডে ক্রমাগত ট্রোলের শিকার হয়েছেন। তা পাত্তা না দিয়ে নিজের কায়দায় সামলেছেন। কয়েকদিন আগেই জন্মদিন ছিল যশের। সোশ্যাল ওয়ালে ভালবাসার ইমোজি দিয়ে যশকে শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত। পরে কেকের ছবি শেয়ার করেন নুসরত। সেই কেকে লেখা ছিল যশের নামের আদ্যক্ষর ওয়াই এবং ডি। এখানেই শেষ নয়, লেখা ছিল ‘হাজব্যান্ড’। তার নিচে লেখা ছিল ‘ড্যাড’। যশ বাবা হয়েছেন কিছু দিন আগে। ছেলে ঈশানের জন্মের শংসাপত্রে তাঁরই নাম। কিন্তু ‘স্বামী’? প্রশ্ন উঠেছে তবে কি চুপিসারেই বিয়ে করে নিয়েছেন নুসরত ও তিনি?
গত ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্ক-স্ট্রিটের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন নুসরত। সন্তানের নাম রাখেন ‘ঈশান’। যার ইংরেজি বানান ‘Yishaan’। নুসরতের ডেলিভারি পর্বে সারাক্ষণ অভিনেতা যশ তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন। তাঁকে তিনিই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সন্তান জন্মানোর পর যশ জানিয়েছিলেন, নুসরত ও সদ্যোজাত ভাল আছে। হাসপাতালে ছিলেন নুসরতের পরিবারের সদস্যরাও। ঈশানের জন্মের শংসাপত্র দিন কয়েক আগেই প্রকাশ্যে আসে। সেখানেও বাবার নামের জায়গায় লেখা ছিল যশ দাশগুপ্তর নাম। তবে এই ট্রিপে ছোট্ট ঈশান তাঁদের সঙ্গী হয়েছে কিনা তা জানা যায়নি।
আরও পড়ুন-Kriti Sanon: এ বার থেকে অমিতাভ বচ্চনের বাড়িতেই থাকবেন কৃতী শ্যানন
আরও পড়ুন- Desher Mati: এক একটা দৃশ্য শেষ হতে না হতেই ফ্লোরে কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে: শ্রুতি দাস