১৬ বছর লেগে গেল বড় পর্দায় সুযোগ পেতে…: পায়েল দে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 29, 2021 | 9:24 AM

দিন কয়েক আগেই মুখোশ ছবির মধ্যে দিয়েই বড় পর্দায় ডেবিউ হয়েছে অভিনেত্রী পায়েল দে'র।

১৬ বছর লেগে গেল বড় পর্দায় সুযোগ পেতে...: পায়েল দে
পায়েল দে।

Follow Us

দিন কয়েক আগেই বিরসা দাশগুপ্তর মুখোশ ছবি দিয়েই রুপোলী পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে অভিনেত্রী পায়েল দে’র। এর আগে বহু বছর ধরে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করলেও বড় পর্দায় ব্রেক মেলেনি তাঁর। বন্ধু সৌপ্তিক চক্রবর্তীকে নিয়ে একটি পোস্টে সেই কথাই বললেন পায়েল।

অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী ওয়েব সিরিজ পরিচালনা করছেন। নাম ‘খেলা শুরু’। ওই সিরিজে রয়েছেন তাঁর অফস্ক্রিন প্রেমিকা রনিতা দাসও। রয়েছেন ইন্দ্রাশিস রায়ও। বন্ধুকে শুভেচ্ছা জানিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পায়েল লিখেছেন, “একসঙ্গেই প্রায় কেরিয়ার শুরু করেছিলাম আমরা। নিজেদের পেশায় নানা রকম চরাই- উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছি আমরা। ১৬ বছর লেগে গেল আমার রুপোলী পর্দায় ব্রেক পেতে… আর তুমি, আমার বন্ধু… প্রথমে অভিনেতা এখন পরিচালক… ভীষণ খুশি তোমার জন্য।” পায়েল আরও যোগ করেন, “রনিতা ও তোমাকে আমার শুভেচ্ছা এই নতুন জার্নির জন্য। আরও উজ্জ্বল হও। দুজনকেই ভালবাসি।”

অন্যদিকে পায়েলের পোস্টের কমেন্ট বক্সে উত্তরও দিয়েছেন সৌপ্তিক। তিনি লিখেছেন, “বহু বছর বছর পর আমরা আবার এক ফ্রেমে। আমার এই নতুন জার্নিতে পাশে থাকার জন্য ধন্যবাদ। পুরনো দিন মনে করিয়ে দিলে।” খেলা শুরু সিরিজটি ৯ পর্বের। তাতে রয়েছে সাসপেন্স-হরর টাচও। ইন্দ্রাশিস-রণিতা ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রানা বসু ঠাকুর, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, অসীম রায় চৌধুরী সহ অনেকেই।

একদিকে বন্ধু সৌপ্তিককে শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে প্রতিনিয়ত নিজের ছবি নিয়ে আপডেট দিচ্ছেন পায়েল। মুখোশ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অনির্বাণ। প্রথম ছবিতে অনির্বাণকে পেয়ে যে তিনি উচ্ছ্বসিত সে কথা আগেই বলেছিলেন। পাশাপাশি অনির্বাণ বড় মাপের অভিনেতা হয়েও অত্যন্ত নিষ্ঠাবান ও ‘ডাউন টু আর্থ’ — এমনটাও জানিয়েছিলেন পায়েল টিভিনাইন বাংলাকেই। দিন কয়েক আগে রাখির দিনে ইন্ডাস্ট্রিরই এক সহকর্মীর তরফে উপহার মিলেছে তাঁর। পেয়েছেন নীনা গুপ্তর আত্মজীবনী ‘সাচ কহু তো’। পায়েলকে বইটি দিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

ওই বইয়ে ভিভ রিচার্ডসের সঙ্গে প্রেম থেকে শুরু করে নানা অজানা কথা শেয়ার করেছেন নীনা, যাকে বলে অকপট স্বীকারোক্তি। পায়েলকে শুধু বইটি উপহার দিয়েছেন এমন নয়, বইয়ের প্রথম পাতায় একটি নোট লিখে দিয়েছিলেন রাহুল। লিখেছিলেন, “পায়েলকে… একজন শক্ত মনের মহিলা আর এক শক্ত মনের মহিলার বই-ই পাওয়ার যোগ্য… রাহুল… রাখি ২০২১।” উপহারের ছবি শেয়ার করে আহ্লাদিত পায়েল লিখেছিলেন, “আমার ভাইয়া… আমার সিনিয়র, আমার সহভিনেতা… এবং এ সবের ঊর্ধ্বে গিয়ে একজন ভাল মানুষ। অনেক ভালবাসা আর শ্রদ্ধা।” দাদা-বোনের এই কেমিস্ট্রি দেখতে ভালই লেগেছিল নেটিজেনদের, সে প্রমাণ মিলেছিল কমেন্ট বক্সে।

আরও পড়ুন- জ্যোতি বসুকে ছবি থেকে ‘ক্রপ’ কেন? লাগাতার ট্রোলিংয়ে অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ

Next Article