অসুস্থ টলিপাড়ার বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। এই মুহূর্তে সরকারি হাসপাতালে ভর্তি তিনি। জানা যাচ্ছে, উচ্চরক্তচাপ জনিত সমস্যার কারণে ভর্তি করা হয়েছে তাঁকে। বেশ কিছু দিন ধরেই শরীর খারাপ যাচ্ছিল তাঁর। তবে রবিবার পরিস্থিতির অবনতি হলে তাঁকে পরিচালক হরনাঠ চক্রবর্তী ও প্রেমেন্দুবিকাশ চাকী মিলে হাসপাতালে ভর্তি করেন তাঁকে। তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর, আপাতত রাখা হয়েছে পর্যবেক্ষণে। এ দিকে প্রভাতের শারীরিক অবস্থার অবনতির খবর শুনেই তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তবে টলিপাড়ার আর কাউকেই এখনও পর্যন্ত দেখা যায়নি।
গত বছর প্রয়াত হন প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায়। সংসারে তিনি এখন একাই। ঘনিষ্ঠ সূত্রের খবর, গত বছর থেকেই একাকীত্বে ভুগছিলেন তিনি। অভিমানী প্রভাত তাঁর খোঁজ না রাখার অভিযোগও এনেছিলেন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, “আমি প্রায় ১৫ জন নতুন ছেলেমেয়েকে সিনেমায় সুযোগ দিয়েছি। রূপা গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা, টোটা থেকে শুরু করে শুভশ্রী, সায়ন্তিকা। তার মধ্যে তিনজন আমাকে মনে রেখেছে। ঋতুপর্ণা, টোটা, সায়ন্তিকা। বাকি সব অকৃতজ্ঞ। একটা খোঁজও নেয় না। যতদিন কাজ আছে ততদিন লোকে সম্পর্ক রাখে,তারপর আর রাখে না”। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাঁর খোঁজ নেননি বলে অভিযোগ জানিয়েছিকেন তিনি। এবারেও কার্যত দেখা গেল একই চিত্র। প্রভাতের পাশে দাঁড়ালেন হাতেগোনা কয়েকজন।
ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রভাত। তাঁর কালজয়ী সব সিনেমা আজও একই ভাবে প্রাসঙ্গিক। তবে সময়ের নিয়েম আজ তাঁর রমরমা খানিক হলেও ফিকে? সে কারণেই আজ ব্রাত্য এই পরিচালক? ক্ষুব্ধ অনুরাগীরা। তবে আপাতত তাঁদের একটাই প্রার্থনা, তিনি সুস্থ হয়ে দ্রুত ফিরে আসুন।