ভারতে প্রথম ছবির শুটিং শুরু মিথিলার, অভিজ্ঞতা শেয়ার করলেন রাজর্ষি
Rafiath Rashid Mithila: রাজর্ষির এই ছবির বিষয় শেক্সপিয়ারের ম্যাকবেথ। প্রথম দিকে এই ছবিতে অভিনয়ের খবর স্বীকার করতে চাননি টিমের কোনও সদস্যই।
‘গেস দ্য অ্যাক্টর’। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন রেখেছেন পরিচালক রাজর্ষি দে। সঙ্গে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাসিমুখে ক্যামেরায় তাকিয়ে রাজর্ষি স্বয়ং। হাতে ধরা লম্বাটে বোতলে লেখা ‘সৃজিত মুখার্জী’। রাজর্ষির কাঁধে মাথা রেখেছেন এক অভিনেত্রী। হাতে সবুজ, হলুদ চূড়ি। খোলা চুল। কিন্তু হাতের পাতায় ঢাকা মুখ। কে এই অভিনেত্রী? পরিচালক ক্যাপশনে লিখেছেন, ‘সামনেই বড় ঘোষণা’।
রাজর্ষির ছবিতেই লুকিয়ে ক্লু। সৃজিত মুখোপাধ্যায় নামটাই তো বড় ক্লু। ফলে অভিনেত্রীর নাম এবং বড় ঘোষণার আন্দাজ ইতিমধ্যেই পেয়েছেন দর্শক। নিঃসন্দেহে এই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ভারতের প্রথম ছবিতে অভিনয় শুরু করলেন তিনি। শুটিং স্পট থেকেই এই ছবি শেয়ার করেছেন স্বয়ং পরিচালক।
মিথিলার সঙ্গে প্রথম কাজ। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে TV9 বাংলাকে রাজর্ষি বললেন, “শি ইজ প্লেয়িং মায়া ইন মায়া। অসাধারণ ও। ওর ডেডিকেশন শেখার মতো। পুরো স্ক্রিপ্টটা মুখস্থ। আমি এমন দেখিনি। আমরা খুব বন্ধু হয়ে গিয়েছি। আর মুখার্জীদাও (পড়ুন, সৃজিত মুখার্জী) নিশ্চিন্ত আমার সেটে আছে। চিন্তা নেই কোনও।”
রাজর্ষির এই ছবির বিষয় শেক্সপিয়ারের ম্যাকবেথ। প্রথম দিকে এই ছবিতে অভিনয়ের খবর স্বীকার করতে চাননি টিমের কোনও সদস্যই। এখন আর সে কথা গোপন করছেন না তাঁরা। বাংলাদেশে মিথিলার অভিনয় দেখেছেন দর্শক। কিন্তু এ পার বাংলায় এই প্রথম। ফলে মিথিলার জন্যও এই প্রজেক্ট নিঃসন্দেহে খুব স্পেশ্যাল। তবে ছবিতে তাঁর লুক এখনই প্রকাশ করতে চাইলেন না। তার জন্য দর্শককে আরও একটু অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন, রবীন্দ্রনাথের কবিতায় সুরারোপ, অন্য রকম কম্পোজিশন গাইলেন ইমন