Tollywood: টলি-পরিচালকের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফাঁসের বিস্ফোরক অভিযোগ রাহুলের, ‘ও সন্দীপ্তাকে সামলাক…’, প্রত্যুত্তর পরিচালকের
টিভিনাইন বাংলার কাছে এ বিষয়ে মন্তব্য রেখেছেন কথা নিজেও। যোগাযোগ করা হয়েছিল পরিচালকের সঙ্গেও। রাহুলের বিরুদ্ধে কথার উপর দুর্বলতার অভিযোগ এনে পাল্টা তাঁর বক্তব্য, 'ও সন্দীপ্তাকে সামলাক।'
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। পরিচালক জয়দীপ রাউতের বিরুদ্ধে অভিনেত্রী তথা পরিচালকের প্রাক্তন প্রেমিক কথা নন্দীকে মানসিক নির্যাতন ও ঘনিষ্ঠ ছবি ফাঁস করে দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। টিভিনাইন বাংলার কাছে এ বিষয়ে মন্তব্য রেখেছেন কথা নিজেও। যোগাযোগ করা হয়েছিল পরিচালকের সঙ্গেও। রাহুলের বিরুদ্ধে কথার উপর দুর্বলতার অভিযোগ এনে পাল্টা তাঁর বক্তব্য, ‘ও সন্দীপ্তাকে সামলাক।’
রাহুল পোস্টে লিখেছেন, এক ওয়েব প্ল্যাটফর্মের হয়ে একটি কাজ করার সূত্রে তাঁর আলাপ হয়েছিল পরিচালক জয়দীপের সঙ্গে। সেই ছবির নায়িকা ছিলেন কথাও। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, কথা বয়সে রাহুলের থেকে ১০-১২ বছরের ছোট। অন্যদিকে জয়দীপ রাহুলের থেকে বছর দশেকের বড়। রাহুল লিখছেন, “… প্রেমের ডাক এলে বয়স এবং অন্যান্য বাধা তুচ্ছ হয়ে যায়,তাই ও নিয়ে মাথা ঘামাইনি। জয়দীপ বিবাহিত,তাই ও কথাকে কোনও কমিটমেন্ট করতে পারেনি। দিনের পর দিন এই ভবিষ্যৎহীন সম্পর্কে ক্লান্ত হয়ে মেয়েটি বাধ্য হয়েই অন্য রাস্তা,অন্য বন্ধু বেছে নিয়েছে…”।
রাহুলের অভিযোগ, কথা অন্য সম্পর্কে জড়ানোর পর থেকেই কথার ভবিষ্যৎ ‘দুর্বিষহ’ করে তুলছেন জয়দীপ। তিনি আরও লেখেন, “দিনের পর দিন,মাসের পর মাস ও কথার সাথে নিজের অন্তরঙ্গ ছবি শেয়ার করছে,ডিজিটাল শেমিং করছে। … কবি বলে পরিচয় দেওয়া একজন শুধুমাত্র প্রেম কেটে গেছে বলে নিজের থেকে আড়াই দশক ছোট মেয়েকে দিনের দিন অত্যাচার করবে এটা কতদিন মুখ বুজে সহ্য করা যায়?” এরপরেই জয়দীপের কথার সঙ্গে তোলা এক ছবি (যা জয়দীপ রাউত নামক প্রোফাইল থেকে আজই আপলোড করা হয়েছে) শেয়ার করে পরিচালককে ‘অমানুষ’ হিসেবে উল্লেখ করে রাহুলের বক্তব্য, “কথা যদি হঠকারী কিছু করে ফেলে নিজের চুপ করে থাকার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারবো না।”
এই অভিযোগের ভিত্তিরে উল্লিখিত পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন পরিচালকও। তাঁর দাবি যে ওয়েব সিরিজে একসঙ্গে কথা ও রাহুল একসঙ্গে কাজ করেছিলেন সেখানে এক লাভ মেকিং দৃশ্য ছিল। রাহুল নাকি বারেবারেই পরিচালক অর্থাৎ তাঁকে জিজ্ঞাসা করছিলেন সেই দৃশ্যের শুটিং কখন হবে। তিনি বলেন, “আমি যদি আজ বলি ওই ছবিটি শুট করার সময় রাহুল বারেবারেই আমাকে জিজ্ঞাসা করে গিয়েছে ওই সিনটা কখন হবে রাহুল দা… আমি যদি বলি… কথা আমাকে নিজে বলেছে, আমি জীবনে রাহুলের সঙ্গে অভিনয় করব না…।” যদিও এই প্রসঙ্গে রাহুলের বক্তব্য, “প্রতিশোধস্পৃহা থেকে উনি ওগুলো বলছেন কিনা জানি না। কথা আমার বোনের মতো নাকি ওর সঙ্গে আমার অন্য সম্পর্ক রয়েছে তা ওর থেকে জেনে নেওয়াই ভাল।”
জয়দীপের বিরুদ্ধে রাহুলের আনা ‘অমানুষ’ ও ‘কবি বলে পরিচয় দেওয়া’… এই দুই মন্তব্যের বিরুদ্ধে জয়দীপের বক্তব্য, “রাহুল তো লেখালেখি করে সম্পর্কের গহন খাঁজ গুলো তো ওর জানা উচিত। আমার কথার সঙ্গে দশ বছরের সম্পর্ক। সেই সম্পর্কের গভীরতা কী বা কতখানি… তা ও বলার কে? কথার প্রেমিক যদি আমাকে কিছু বললে আমি শুনতাম। কিন্তু রাহুলের কাছ থেকে শুনব কেন? ও সন্দীপ্তাকে সামলাক। একটি গান রয়েছে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়… এই গানটার কথাই এখানে বলতে ইচ্ছে করছে। রাহুল সুঅভিনেতা ও যেন লেখক হওয়ার চেষ্টা কম করে। আমি কবি হতে চাইনি… কবি যদি আমাকে কেউ বলে থাকে পাঠক বলেছে।” এখানেই শেষ নয়, পরিচালক আরও যোগ করেন, “মন তো আমার খারাপ রাহুলের নয়, আমি বিশ্বাস করি রাহুলের থেকে আমি সংবেদনশীল। তাই ওর প্রিয়াঙ্কাকে ছাড়তেও সময় লাগেনি, নতুন সম্পর্কে জড়াতেও সময় লাগেনি। আর কথার সঙ্গে লাভ মেকিং সিন করতেও সময় লাগেনি…”। ঘনিষ্ঠ ছবি দেওয়া নিয়ে তাঁর যুক্তি, “দোলে আমার বাড়ি এসেছিল। সেখান থেকে একটা ছবি দিয়েছি। গোপন ছবি দিইনি।”
পরিচালক প্রত্যুত্তরে এই সব বললেও জয়দীপ রাউত বলে যে প্রোফাইলটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে কথার সঙ্গে পরিচালকের একাধিক ব্যক্তিগত ছবি শেয়ার করা হয়েছে। শেয়ার করা হয়েছে অভিনেত্রীকে ঘিরে নানা পোস্টও। কথার সঙ্গে যোগাযোগ করা হলে রাহুলের দেওয়া পোস্টকেই সমর্থন করে অভিনেত্রীর বক্তব্য, “রাহুলদা যা বলেছে সেই প্রত্যেক কথাকে সমর্থন করছি। এর চেয়ে বেশি কিছু এ বিষয়ে বলতে চাই না।”
আরও পড়ুন:Malvika Raaj: কভি খুশি কভি গম’-এর ছোট্ট ‘পু’কে মনে আছে! বলিউডে কামব্যাক তাঁর, বিপরীতে কে?
আরও পড়ুন:Bigg Boss 15: শমিতাকে প্রকাশ্যেই ফ্লার্ট, জয়কে সাবধান করলেন নিশান্ত, দেখুন ভিডিয়ো