Raj New Look: পাল্টে গেলেন রাজ, নয়া লুক মনে ধরল না শ্রাবন্তীর, আর শুভশ্রীর?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 25, 2023 | 7:02 PM

Viral Post: ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুট চলছে। রাজের ওই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই প্রথম বার দেখা যাচ্ছে পর্দার এপারে। অভিনয় নয়, প্রযোজক হিসেবে এই তাঁর কেরিয়ারের শুরু।

Raj New Look: পাল্টে গেলেন রাজ, নয়া লুক মনে ধরল না শ্রাবন্তীর, আর শুভশ্রীর?

Follow Us

পাল্টে গেলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখা মাত্রই ভাইরাল পোস্ট। এ কী করলেন রাজ চক্রবর্তী? দাড়ি গোঁফ উধাও। মুখটা পাল্টে গেল একেবারে। নয়া লুকে কেমন লাগছে রাজকে? সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে কমেন্টের। কেউ লিখলেন দারুণ লাগছে, কারও আবার মন খারাপ। তবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাখঢাক না করেই জানিয়ে দিলেন, তাঁর খুব একটা পছন্দ হয়নি এই লুক। শ্রাবন্তীর কথায়, আগের লুকটাই ভাল ছিল। কমেন্টে তিনি লিখলেন, দা়ড়ি লুকটাই ভাল ছিল। যদিও শুভশ্রী মুখে আঁটলেন কুলুপ। কেবল লাইক দিয়েই ইতি টানলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় রাজ। মাঝে মধ্যেই ছবি শেয়ার করে থাকেন তিনি। তবে কেন এই লুক, তা খুব একটা খোলসা করলেন না রাজ চক্রবর্তী। কেবল চোখ ঢেকে একটি পোস্ট করে দিলেন। সম্প্রতি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ভর্তি হয়েছিলেন হাসপাতালেও। যদিও এখন সুস্থ আছেন তিনি। রাজ-শুভশ্রী টলিউডের অন্যতম সেরা জুটি। বিয়ের পর চুটিয়ে একযোগে কাজ করছেন এই জুটি।  নেই বিরাম-নেই বিশ্রাম। কাজ চলছে পুরোদমে।

তবে এরই মধ্যে কাজ নিয়ে ব্যস্ত রাজ। তাঁর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুট চলছে। রাজের ওই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই প্রথম বার দেখা যাচ্ছে পর্দার এপারে। অভিনয় নয়, প্রযোজক হিসেবে এই তাঁর কেরিয়ারের শুরু। সিরিজে সায়নী-জুন ছাড়াও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী , কৌশানী মুখোপাধ্যায় , গৌরব চক্রবর্তী , দেবাশীষ মণ্ডলসহ অনেককেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। রাজের ফেসবুক প্রোফাইলে গেলেই দেখা যাচ্ছে, সেই শুটের নানা ছবি। হাজির রয়েছে ছোট্ট ইউভানও। ‘প্রলয়’ সিরিজের নতুন এই গল্প দর্শকদের কতটা ভাল লাগে, এখন সেটাই দেখার।

 

Next Article