Sonali Chowdhury: ‘বিয়ের দু’তিন মাস পর বুঝলাম সোনালি অন্য কাউকে ভালবাসে’, দাবি রজতের!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 26, 2022 | 2:02 PM

বাংলার এক জনপ্রিয় রিয়ালিটি শো'তে এসে এমনটা দাবি প্রাক্তন ওই ফুটবলারের। পতি-পত্নীর মাঝে কে ওই তৃতীয় ব্যক্তি?

Sonali Chowdhury: বিয়ের দুতিন মাস পর বুঝলাম সোনালি অন্য কাউকে ভালবাসে, দাবি রজতের!
এ কী বললেন রজত!

Follow Us

ফুটবলার রজত ঘোষদস্তিদার ও অভিনেত্রী সোনালি চৌধুরীর সুখী দাম্পত্যের কথা কম বেশি সকলেরই জানা। কিন্তু সোনালি নাকি রজতকে নয় ভালবাসেন অন্য কাউকে! এ কথা খোদ বলেছেন অভিনেত্রীর স্বামী। বাংলার এক জনপ্রিয় রিয়ালিটি শো’তে এসে এমনটা দাবি প্রাক্তন ওই ফুটবলারের। পতি-পত্নীর মাঝে কে ওই তৃতীয় ব্যক্তি?

রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ওই শো’য়ে এসে রজত বলেন, “যখন বিয়ে করি তখন আমার চোখে ওর চেয়ে সুন্দরী কেউ নেই। প্রথম দু’তিন মাস কিছু বুঝতে পারিনি। কিন্তু যত দিন গড়াচ্ছে তত আমি বুঝতে পারি ভালবাসাটা আমার থেকে স্থানান্ততরিত হচ্ছে কোথাও।” কী ভাবছেন স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসন্ন?

আপনাদের জানিয়ে রাখি ভিডিয়োটি পুরনো যা ভাইরাল হয়েছে সম্প্রতি। আর দ্বিতীয়ত রজতের উল্লেখ করা সেই ‘ভালবাসার ভাগিদার’ আদপে প্রাণহীন এক বস্তু। সোনালীর হাতের সাধের মুঠোফোনটি। রজত জানিয়েছেন, সোনালি নাকি যতক্ষণ না তাঁর সঙ্গে কথা বলেন তার চেয়েও বেশি সময় তার চোখ থাকে মুঠোফোনে। ভালবাসার দুনিয়ায় রজতের প্রতিদ্বন্দ্বী ও জড় বস্তুটিই। তাঁর কথায়, “আমি যখন রোম্যান্টিকলি কথা বলি তখন ওর চোখ কিন্তু মোবাইলে। আমার মোবাইল পকেট থেকে বের হয় না। আমার চেনা শোনা কোনও মানুষের ফোনে এতগুলো অ্যাপ আছে বলে আমার জানা নেই।”
স্বামীর এ হেন অভিযোগ যে শুকনো কথায় ফিরিয়ে দেবেন এমনটা সোনালি নন। পাল্টা জবাব দিয়েছেন তিনিও। স্বামীর প্রতি তাঁর বক্তব্য, “তোমাদের কাজ নেই। তোমরা অফিসে গিয়ে মোবাইল দেখো। আমরা শুটিং করি। আর ফাঁকা সময়ে ফোন দেখি।”

গত বছরেই মা হয়েছেন সোনালি। সংসারের এসেছে পুত্র সন্তান। মা হিসেবে এক আনকোরা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে টিভিনাইন বাংলাকে অভিনেত্রী বলেছিলেন, “আমার ছেলে জেগে থাকা বা ঘুমনোর সঙ্গে আমার সময়টা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সব সময় যে পারছি, তা নয়। ও সারা রাত জেগে থাকছে যখন, আমার নাইট শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ছে (হাসি)। আমার ইন্ডাস্ট্রির দিদিরা বা বন্ধুরাও বলেছে, তুই এটা শুটিং ভাব। শুটিংয়ে যেমন রেডি হয়ে মেকআপ রুমে বসে থাকি, শট রেডি হলে ফ্লোরে যাই, ঠিক তেমনই ছেলে ঘুম থেকে উঠে পড়লেই শট রেডি…।”

 

আরও পড়ুন: Natalia Kozhenova: ‘দেশে বাবা-মায়ের কিছু হয়ে গেলে আমি অনাথ হয়ে যাব’, বলেছেন বলিউডের ইউক্রেন-কন্যা নাতালিয়া

আরও পড়ুন: Madhuri Dixit: আমি তারকা বলে সেটার আলাদা গুরুত্ব নেই আমার কাছে: মাধুরী দীক্ষিত

আরও পড়ুন: Kiara Advani-Shahid Kapoor: কবীর ‘শাহিদ’ সিংয়ের কাছে ফিরে যেতে চান কিয়ারা, কারণ হিসেবে কী খুঁজছেন নায়িকা?

 

Next Article