AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rituparna Sengupta: সপরিবারে লন্ডন ভ্রমণ ঋতুপর্ণার, জন্মদিন কাটাবেন টেমস নদীর দেশেই

লকডাউনের পর কাজে ফিরে ফের আগের মতো ব্যস্ত হয়ে পড়েছেন ঋতুপর্ণা।

Rituparna Sengupta: সপরিবারে লন্ডন ভ্রমণ ঋতুপর্ণার, জন্মদিন কাটাবেন টেমস নদীর দেশেই
ঋতুপর্ণা সেনগুপ্ত
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 8:41 PM
Share

৭ নভেম্বর ঋতুুপর্ণা সেনগুপ্তর জন্মদিন। কিন্তু তিনি ভারতে নেই। সপরিবারে গিয়েছেন লন্ডনে। শুক্রবারই পৌঁছেছেন লন্ডনে। পৌঁছেই সেখান থেকে ছবি করেছেন পোস্ট। ক্যাপশনে লিখেছেন, “হ্যারি পটার ট্যুরে লন্ডনে এসেছি।”

View this post on Instagram

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

লকডাউনের গোটা সময়টাই সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে কাটিয়েছেন ঋতুপর্ণা। স্বামী ও দুই সন্তান সেখানেই থাকেন ঋতুপর্ণার। সারাবছর যাওয়া আসা লেগেই থাকে তাঁর। সেরকমই লকডাউন হওয়ার আগে গিয়েছিলেন সিঙ্গাপুরে। বিশ্বজুড়ে লকডাউন হওয়ায় দেশে ফিরতে পারেননি অনেকগুলো মাস। কলকাতা ও কাজকে যেমন মিস করেছেন, পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন। তারপর দেশে ফিরেই কাজে যোগ দিয়েছেন।

কাজে ফেরার পর আগের মতোই তুমুল ব্যস্ততা ঘিরে ধরেছে ঋতুপর্ণাকে। একের পর এক ছবিতে কাজ করেছেন অল্প সময়ের মধ্যে। যেসব কাজ করার মাঝপথেই লকডাউন হয়ে গিয়েছিল, সেগুলির কয়েকটি শেষ করেছেন। নতুন কাজও শুরু করে শেষ করেছেন। হিমাচল প্রদেশে পরিচালক তথাগত ভট্টাচার্যর ‘আকরিক’ ছবির শুটিং করেছেন তিনি। ছবিতে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুটিং করেছেন অনেকগুলো বছর পর। এই অভিজ্ঞতা ছিল ঋতুপর্ণার কাছে বড় প্রাপ্তি।

রঞ্জন ঘোষের ছবি ‘মহিষাসুরমর্দিনী’র শুটিং ও ডাবিং শেষ করেছেন। শেষ করেছেন বীণা বক্সির ছবি ‘ইত্তর’-এর শুটিং। কবীর লালের ছবি ‘অন্তর্দৃষ্টি’র শুটিংও শেষ করেছেন ঋতুপর্ণা। ‘ইত্তর’-এর শুটিংয়ের জন্য পুজোর মধ্যেই বার বার কলকাতা মুম্বই করতে হয়েছে ঋতুপর্ণাকে। ব্যস্ততা থাকলেও এখন অনেকটাই ঝাড়া হাত-পা তিনি।

তাই স্বামী ও সন্তানদের নিয়ে চলে গিয়েছেন লন্ডন। চুটিয়ে ঘুরবেন বিদেশ। কোয়ালিটি সময় কাটাবেন জন্মদিনে। এবং অবশ্যই শেয়ার করবেন সুন্দর সব মুহূর্তের ছবি। লন্ডন থেকে কলকাতায় ফিরছেন না টলি কুইন। সোজা চলে যাবেন সিঙ্গাপুর। দেশে ফিরবেন নতুন বছরের জানুয়ারি মাসে।

আরও পড়ুন: Dev: বরফের তুবড়ি, ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেবের দীপাবলি!