বাবা শুভেন্দু তাঁর অনুপ্রেরণা আজও…ফাদার্স ডে-তে ‘ভাল বাবা’ হওয়ার প্রতিশ্রুতি শাশ্বতর
Father's Day 2021: ‘আমার কাছে বাপি সবসময়ই একজন অনুপ্রেরণা, একজন পথপ্রদর্শক, একজন বন্ধু ছিলেন—লিখলেন শাশ্বত।
গত বছরে বাবা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্মদিনে ‘অরণ্যের দিনরাত্রি’-র শুটিংয়ের এক ছবি পোস্ট করেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ ও সমিত ভঞ্জের মাঝে আড্ডা দিচ্ছেন শুভেন্দু চট্টোপাধ্যায়। আজ তাঁদের কেউই বেঁচে নেই। কিন্তু শাশ্বত নিশ্চিত ছিলেন কোথাও হয়তো সেদিনও হয়তো এভাবেই তাঁরা আড্ডা দিচ্ছেন। ক্যাপশনে লিখেছিলেন ‘নিশ্চয়ই জমিয়ে আড্ডা হচ্ছে আজকে জন্মদিনে…’। শুভেন্দুবাবুর আরেকটি সাদা-কালো ছবি পোস্ট করে লেখেন, ‘‘আমার আজও মনে পড়ে… বাপির যখনই মন খারাপ হত, বাপি তখন ‘অটোবায়োগ্রাফি অব চার্লি চ্যাপলিন’ পড়তেন… কারণ তাঁর জীবনী থেকে অনেক ইনস্পিরেশন পেতেন।’
View this post on Instagram
বাবার মৃত্যুর ১৪ বছর কেটে গিয়েছে, আজও বারেবারে ফিরে যান তাঁরই স্মৃতিতে। এক বিন্দু সরিয়ে রাখতে পারেননি নিজের থেকে তাঁকে। আজ আন্তর্জাতিক পিতৃ দিবস। শাশ্বত নিজে আজ বাবা হয়েছেন তাই তাঁর সোশ্যাল পোস্টে বাবাকে যেমন জড়িয়ে রেখেছেন তেমন মেয়ে হিয়াকেও। ক্যাপশনে লেখেন, ‘আমার কাছে বাপি সবসময়ই একজন অনুপ্রেরণা, একজন পথপ্রদর্শক, একজন বন্ধু ছিলেন। বাপির কাছ থেকে ভালবাসা, যত্ন এবং সহায়তা পাওয়া থেকে শুরু করে নিজে বাবা হওয়া পর্যন্ত। আমার যাত্রা ভালোবাসায় পরিপূর্ণ। হ্যাপি ফাদার্স ডে বাপি … এবং আমার প্রিয় কন্যার ভাল বাবা হয়ে ওঠার প্রতিশ্রুতি দিলাম।‘