ফের বিয়ে করছেন শ্রাবন্তী? কনে লুকে ছবি পোস্ট করতে শুরু ট্রোলিং!

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 12, 2021 | 9:01 AM

ভাঙনের মুখে অভিনেত্রীর তৃতীয় বিয়ে। তবে, ঝামেলা ভুলে আবার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন সিং

ফের বিয়ে করছেন শ্রাবন্তী? কনে লুকে ছবি পোস্ট করতে শুরু ট্রোলিং!
শ্রাবন্তী।

Follow Us

লাল শাড়ি। হাতে শাঁখা পলা। বড় নাকছাবি। সিঁথিতে সিঁদুর। চোখের পলক নীচের দিকে। ভাব এমন লজ্জা পাচ্ছেন ‘কনে’ শ্রাবন্তী। এ যেন একেবারে বিয়ের ছবি। আবার বিয়ে করলেন শ্রাবন্তী? চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী। এমন ছবি পোস্ট করতে না করতে মন্তব্যের খোঁচা রয়েছে একাধিক। কিন্তু তাতে আমল দেননি অভিনেত্রী। জল ঢেলেছেন ট্রোলারদের নোংরা কমেন্টে।

না, বিয়ে আপাতত করছেন না শ্রাবন্তী। কনে লুকে সেজেগুজে পোস্ট করেছেন ছবি। হ্যাশট্যাগে লিখেছেন ব্রাইডাল শুট। তবে ক্যাপশনে পরিষ্কার করে লিখে দেওয়ার পরেও কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘শত স্বামীর স্ত্রী হও সোনা, শত শত সংসারে আগুন লাগাও এই কামনা করি’, আবার কেউ লিখেছেন, ‘এখন নুসরত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর ইনি তিনবার বউ সাজার পরও আবার শখ করে সেজেছেন, কী যে হচ্ছে’, একজন তো অভিনেত্রীকে বিয়ের পরামর্শ দিয়ে লিখে ফেললেন, ‘দিদি আপনি চতুর্থ বিয়েটা করে নিন, অনেকদিন হয়ে গেল কোনও বিয়ে খাই না, আমার খুব ইচ্ছা আপনার বিয়েতে চকোলেট কালারের একটা পাঞ্জাবি পরব’

 

 

ভাঙনের মুখে অভিনেত্রীর তৃতীয় বিয়ে। তবে, ঝামেলা ভুলে আবার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন সিং। ১২ এপ্রিল ই-মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন পুনরায় শুরু করার আর্জিও জানিয়েছিলেন রোশন। কিন্তু উত্তর এল অন্য কিছু। ২৬ এপ্রিল উত্তরে শ্রাবন্তী জানিয়েছিলেন, যে তিনি রোশনের সঙ্গে কোনও ভাবেই বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না।

 

আরও পড়ুন ‘কখনও মানুষের কাছাকাছি এল না সে জিতে গেল…’, মুকুলের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন ‘প্রতিপক্ষ’ কৌশানী

Next Article