তলানিতে সম্পর্ক বহুদিন। বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যদিও স্বামী রোশনের দাবি তিনি ডিভোর্স নোটিস পাননি। এ সবের মধ্যেই সংবাদমাধ্যমের কাছে শ্রাবন্তীর বিরুদ্ধে তাঁর নামে মিথ্যে রটানোর অভিযোগ এনেছেন রোশন। অন্যদিকে শ্রাবন্তী মঙ্গলবার শেয়ার করেছেন এমন এক অর্থবহ পোস্ট যা ভাবাচ্ছে নেটিজেনদের। প্রশ্ন তুলছে, ব্যক্তিগত জীবনের দিকেই কি ইঙ্গিত অভিনেত্রীর?
অজানা এক লেখকের কোট শেয়ার করেছেন শ্রাবন্তী। পোস্ট বলছে, “সে ক্ষমা করে দিত… তার হৃদয় ছিল অনেক বড়। সে জানত না কী করে হাল ছেড়ে দিতে হয়। কারণ, সেই সব মানুষকে সে ভালবাসত। কিন্তু একদিন তাদের সে চলে যেতে দিল। কারণ তারা তার হৃদয়কে শতচ্ছিন্ন করে তুলেছিল।” ভাববাচ্যে লেখা ওই পোস্টের ব্যক্তি কি তিনি নিজে? তৃতীয়বার রোশনের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু গত বছর পুজো থেকেই তাঁরা আলদা থাকছেন। শুধু তাই নয়, এই মুহূর্তে তাঁদের মধ্যেকার তিক্ততা চরমে।
সদ্য বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। আলিপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত জুন মাসে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে শ্রাবন্তীর সঙ্গে থাকার আবেদন করে মামলা করেছিলেন রোশন সিং। তার জবাবেই বিবাহ বিচ্ছেদের মামলার কথা জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটসের কথা বলে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রোশন সিং। এর পরে বেশ কয়েকবার শুনানির পর গত ১৬ সেপ্টেম্বর রোশন সিং-এর আইনজীবীর কাছে নতুন করে পৌঁছেছে জবাব। আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশনের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, জুন মাসে রোশনের করা পিটিশনে লেখা ছিল যে, ১২ এপ্রিল ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে তাঁদের বৈবাহিক জীবন পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন রোশন। তার উত্তরে ২৬ এপ্রিল শ্রাবন্তী জানিয়েছিলেন, যে তিনি রোশনের সঙ্গে কোনও ভাবেই বৈবাহিক জীবন শুরু করতে পারবেন না। এই ঘটনার পর শিয়ালদহের ফাস্টট্র্যাক কোর্টে মামলা দায়ের করেন রোশন। তিনি জানান, শ্রাবন্তীর সঙ্গেই দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যেতে চান। তার মনে শ্রাবন্তীর জন্য কোনও তিক্ততা নেই, এমনটাই সে সময় জানিয়েছিলেন রোশন। যদিও পরবর্তীতে ঘনিষ্ঠ মহলে নানা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ঠিক যেন চিত্রনাট্য, যার প্লট পরিবর্তিত হচ্ছে ক্রমশ।
আরও পড়ুন: Big Boss 15-Rhea: বিগ বস ১৫ সিজনে থাকছেন রিয়া চক্রবর্তী? অভিনেত্রীকে দেখা গেল স্টুডিয়োর বাইরে