AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের খাবার অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে চাইলেন শ্রাবন্তী?

Srabanti Chatterjee: মলদ্বীপ সফরে তাঁর সঙ্গী কে, সে বিষয়েও কিছু খোলসা করেননি শ্রাবন্তী। ইন্ডাস্ট্রির জল্পনা, ইদানিং শ্রাবন্তীর নতুন যে বয়ফ্রেন্ডের কথা শোনা যাচ্ছে, তাঁকে নিয়েই কি মালদ্বীপ ভ্রমণে গেলেন নায়িকা?

নিজের খাবার অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে চাইলেন শ্রাবন্তী?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Aug 28, 2021 | 6:14 PM
Share

মলদ্বীপে ছুটির মুডে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট শেয়ার করে সে খবর নিজেই অনুরাগীদের জানিয়েছেন তিনি। এ বার শেয়ার করলেন তাঁর পছন্দের খাবারের ছবি। ছুটিতে গিয়ে কী কী দিয়ে তাঁর রসনাতৃপ্তি ঘটছে, তার আন্দাজ দিলেন অভিনেত্রী।

শ্রাবন্তীর শেয়ার করা ছবিতে অনেক রকম খাবার রয়েছে। বিশেষ করে একটি প্লেটের দিকে আঙুল দেখিয়ে ছবি তুলেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘যদি আমি আমার খাবার তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা কিন্তু একটা বড় চুক্তি…।’

মলদ্বীপ সফরে তাঁর সঙ্গী কে, সে বিষয়েও কিছু খোলসা করেননি শ্রাবন্তী। ইন্ডাস্ট্রির জল্পনা, ইদানিং শ্রাবন্তীর নতুন যে বয়ফ্রেন্ডের কথা শোনা যাচ্ছে, তাঁকে নিয়েই কি মালদ্বীপ ভ্রমণে গেলেন নায়িকা? যদিও নিজের কোনও সম্পর্কের কথা প্রকাশ্যে তিনি স্বীকার করেননি। এই সফরে শ্রাবন্তীর ছেলে অভিমন্যু রয়েছেন কি না, তা নিয়েও কৌতূহল ছিল দর্শকের। অভিমন্যু এবং তাঁর বিশেষ বান্ধবী দামিনীর ছবি ইতিমধ্যেই শেয়ার হয়েছে সোশ্যাল ওয়ালে।

কখনও শ্রাবন্তীর সি-থ্রু জামা আবার কখনও নো-প্যান্ট পোশাক উঠে এসেছে আলোচনা কেন্দ্রবিন্দুতে। তাতে অবশ্য থোড়াই কেয়ার অভিনেত্রীর। সাফ জানিয়েছেন, ‘সেলিব্রেট লাইফ’। সাসপেন্স, ধোঁয়াশা আর বিতর্ক– এই তিনকে সঙ্গী করেই শ্রাবন্তী উপভোগ করছেন তাঁর এই সাডেন ট্রিপ। ইনস্টা স্টোরি ভেসে যাচ্ছে মালদ্বীপ ডায়েরিতে। যে সাদা শার্টে তিনি ছবি শেয়ার করেছেন তাঁর পোশাকি নাম ‘বয়ফ্রেন্ড টি-শার্ট’। দেখতে হয় ঢিলাঢোলা, পরতেও বেশ আরামদায়ক। চোখে রোদচশমা আর গাঢ় লিপস্টিকে উজ্জ্বল তিনি। বন্ধু মিমি চক্রবর্তীও কমেন্ট বক্সে এঁকেছেন ফায়ার ইমোজি। ট্রোলের পাশাপাশি প্রশংসাও চলছে অনবরত।

ভালবাসার সন্ধান তো সকলেই করেন। শ্রাবন্তীও ব্যতিক্রম নন। তাঁর ব্যক্তিগত জীবনে ভালবাসা এসেছে। এসেছে বিচ্ছেদও। অভিনয় কেরিয়ারে অসংখ্য দর্শক তাঁকে ভালবেসেছেন। আবার রাজনীতির ময়দানেও প্রাথমিক ভাবে ভালবাসা পেয়েছেন বলেই দাবি করেছিলেন। ভালবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায় বলে মনে করেন অভিনেত্রী।

শ্রাবন্তীর তৃতীয় বিয়ে প্রায় ভাঙনের মুখে। যদিও সে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রথমবার সরাসরি রাজনীতির ময়দানে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয় অধরা থাকে তাঁর। নির্বাচনের পরে অবশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁকে যুক্ত থাকতে দেখা যায়নি।

অনেকের মতোই ইঙ্গিতবাহী পোস্ট থাকে শ্রাবন্তীর সোশ্যাল ওয়ালেও। কিন্তু নির্দিষ্ট কারও উদ্দেশে তিনি কিছু বলেন কি না, তা স্পষ্ট করেন না। কারও জীবনেই প্রতিটা জিনিস সহজ হতে পারে না। ব্যতিক্রম নন তিনিও। হ্যাঁ, তিনি সেলেব্রিটি। তাই তাঁর জীবনের অনেক খবরই প্রকাশ্যে আসে। একের পর এক সম্পর্ক, দাম্পত্য বিচ্ছেদ, এ সব নিয়ে শিরোনামে থাকেন শ্রাবন্তী। তাঁর নতুন প্রেমও চর্চায় থাকে। সে সব কারণে ভার্চুয়াল ওয়ার্ল্ডে তুমুল ট্রোলিংয়েরও শিকার হন। তাই কমেন্ট বক্স বহু আগেই ‘লিমিটড’ করেছেন অভিনেত্রী। তাঁর ছবিতে সকলের কমেন্ট করার অধিকার নেই। কিন্তু তিনি কোনও ছবি বা কোনও বার্তা শেয়ার করলে, তা দেখতে পান অনুরাগীরা।

দিন কয়েক আগেই শ্রাবন্তীর চর্চিত প্রেমিকের জন্মদিন পালনের এক ছবি হাতে এসেছিল টিভিনাইন বাংলার। সেলিব্রেশন চলছিল শ্রাবন্তীর ফ্ল্যাটেই। হাজির ছিলেন তাঁর বাবা-মা এবং দিদিও। সূত্রের খবর, চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নাকি এক হিরের আংটিও উপহার দিয়েছেন শ্রাবন্তী। যদিও শ্রাবন্তী এ ব্যাপারে মুখ খোলেননি। শ্রাবন্তীর ঘনিষ্ঠ সূত্রে খবর, আগের তিনটি সম্পর্ক ‘ওয়ার্ক’ না করায় এই প্রেমকে অন্তরালেই রাখতে চান অভিনেত্রী। অন্য দিকে তৃতীয় স্বামী রোশনের সঙ্গে তাঁর সম্পর্ক এখন আদালতের দরজায়।

আরও পড়ুন, ওড়িশায় শুটিংয়ে কয়েক ঘণ্টার বিরতি, কী করলেন মিমি?