“৪ বছর ধরে উত্তমকুমারের ৬২টি ছবি দেখেছি লাগাতার”, নতুন ছবির ইঙ্গিত দিলেন সৃজিত?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 03, 2021 | 7:26 AM

Uttam Kumar Birthday: অনেকের মতো উত্তমকুমার সৃজিতেরও প্রিয় তারকা। তাঁকে বারবার নিজের ছবির মধ্যে ফিরিয়ে এনেছেন পরিচালক।

৪ বছর ধরে উত্তমকুমারের ৬২টি ছবি দেখেছি লাগাতার, নতুন ছবির ইঙ্গিত দিলেন সৃজিত?
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

Follow Us

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করেছেন উত্তমকুমার। গোটা ছবিতে তিনি হেঁটেচলে বেরিয়েছেন, সংলাপ বলেছেন। কথাটা শুনে কি আপনি চমকে গেলেন? ভাবছেন কীভাবে সম্ভব? সত্যি বলতে কী, চমকানোরই কথা। কিন্তু এই অসাধ্যসাধন করেছেন সৃজিত নিজেই। প্রযুক্তিকে করে তুলেছেন নিজের হাতিয়ার। উত্তমকুমারকে নিয়ে একটি গবেষণামূলক কাজ করেছেন পরিচালক সৃজিত। ছবির নাম ‘অতি উত্তম’।
৪ বছর ধরে উত্তমকুমারের ৬২টি ছবি দেখেছেন লাগাতার। বারবার লিখেছেন চিত্রনাট্য। গল্প এমনভাবে সাজিয়েছেন, যেখানে পর্দায় নানাভাবে প্রকট হয়েছেন মহানায়ক। ৬২টি ছবি থেকে তুলে এনেছেন নানা দৃশ্য। নেপথ্যে রয়েছে একটি গল্প। অল্প বয়সি অভিনেতারা কাজ করেছেন সেখানে। রয়েছেন উত্তমকুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য, জিনা। রয়েছেন লাবনী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো সিনিয়ররাও।

৩ সেপ্টেম্বর, শুক্রবার, উত্তমকুমারের জন্মদিন। ঘড়ির কাটায় ১২টা বাজতেই সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, “৪ বছরের অক্লান্ত গবেষণা। উত্তমকুমারের ৬২টি ছবির প্রত্যেকটি ফ্রেম দেখেছি বারবার। চিত্রনাট্য লিখেছি বারবার। ছবিগুলির সত্ব নেওয়ার জন্য ঘুরে বেরিয়েছ সুরু গলি, পুরনো অফিসে। বচসা করেছি। ভি এফ এক্স বিশেষজ্ঞ, সিনেম্যাটোগ্রাফার, সাউন্ড ডিজাইনারদের সঙ্গে আলোচনা-পর্যালোচনা চালিয়েছি একাধিকবার। কেবলমাত্র এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। শুভ জন্মদিন। আপনি আছেন। সেটাই যথেষ্ট।”

অনেকের মতো উত্তমকুমার সৃজিতেরও প্রিয় তারকা। তাঁকে বারবার নিজের ছবির মধ্যে ফিরিয়ে এনেছেন পরিচালক। তাঁর প্রথম ছবি ‘অটোগ্রাফ’ উত্তমকুমারের ‘নায়ক’ ছবি থেকে অনুপ্রাণিত। তৈরি করেছিলেন ‘জাতিস্মর’, মহানায়কের ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছবির ছাপ তীব্র সেখানে। দুটি ছবিতেই মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার সৃজিতের ‘অতি উত্তম’-এর জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। ছবিটি দর্শকের কাছে তুলে ধরার জন্য অপেক্ষায় সৃজিতও।
আরও পড়ুন: উত্তমকুমারকে নিয়ে ছবি তৈরির কথা ছিল পরিচালক গৌতম ঘোষের; শুটিংয়ের কিছুদিন আগেই মারা যান মহানায়ক
আরও পড়ুন: রিয়ার মতো শেহনাজকে ‘বলির পাঁঠা’ বানাবেন না: আর্জি ভক্তদের
Next Article