Disha Salian death-Justice: ‘মেয়ের মৃত্যুর বিচার না পেলে আত্মহত্যার পথই বেছে নেব আমরা’, রাষ্ট্রপতিকে চিঠিতে লিখেছেন দিশা সালিয়ানের বাবা-মা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Mar 26, 2022 | 3:02 PM

Sushant Singh Rajput Manager death: দুই রাজনীতিকের বিরুদ্ধে অভিযোগ তুলে চিঠি দিয়েছেন দিশার বাবা-মা।

Disha Salian death-Justice: মেয়ের মৃত্যুর বিচার না পেলে আত্মহত্যার পথই বেছে নেব আমরা, রাষ্ট্রপতিকে চিঠিতে লিখেছেন দিশা সালিয়ানের বাবা-মা
দিশা সালিয়ান ও তাঁর বাবা-মা (ইনসেটে)।

Follow Us

১৪ জুন ২০২০ সালে বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু হয়। তার ঠিক ৫ দিন আগে সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুও স্বাভাবিক ছিল না। সেই রহস্যজনক মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলছেন কেউ কেউ। রহস্য রয়েছে দুটি মৃত্যু নিয়েই। কিনারা হয়নি একটিরও। এখন বিচার চান তাঁদের পরিচারের আপনজনরা। সুশান্তের মৃত্যু তদন্তের দায়িত্ব সামলাচ্ছে সিবিআই। দিশার মামলাটি পৌঁছেছে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে। তাঁকে চিঠি লিখেছেন দিশার বাবা-মা। বলেছেন, বিচার না পেলে আত্মহত্যার পথই বেছে নেবেন তাঁরা।

কী আছে চিঠিতে?

“মেয়ের মৃত্যুর পর ভেঙে পড়েছি আমরা। ও চলে যাওয়ার পর থেকেই নারায়ণ রানে ও তাঁর ছেলে নীতেশ রানে আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। ওরা সবসময় আমাদের মেয়েকে নিয়ে ভুলভাল কথা বলে। মিডিয়াতে ওকে বদনাম করার চেষ্টা করে। আমাদের সন্তানের মৃত্যুকে সুশান্তের মৃত্যুর সঙ্গে জুড়ে তামাশা তৈরি করার চেষ্টা করে।”

নারায়ণ রানে ও হীতেশ রানের বিরুদ্ধে মামলাও করেছেন দিশা সালিয়ানের বাবা-মা। মিডিয়াতেও তাঁরা এও বলেছেন, “নারায়ণ রানে ও নীতেশ রানের এত কথা বলার দরকার নেই। আমরা জানি আমাদের কন্যা কেন মারা গিয়েছে।”

এই ঘটনার পরও ওই দুই ব্যক্তি দিশাকে নিয়ে বদনাম করতে পিছ না হয়নি। ক্রমাগত তার নাম নিয়েই চলেছে। এই অবস্থায় রাষ্ট্রপতিকে চিঠি লিখতে বাধ্য হয়েছেন দিশার বাবা-মা। ব্যক্ত করেছেন, কীভাবে রাজনীতিকরা তাঁদের জীবন অশান্তিতে ভরে রেখেছে। রাষ্ট্রপতিকে তাঁরা অনুরোধ করেছেন, নারায়ণ রানে ও নীতেশ রানের বিরুদ্ধে যাতে তদন্ত হয়।

আরও পড়ুন: Jalsa: সেলিব্রাল পলসিতে আক্রান্ত শিশুকে দিয়েই বাজিমাত বিদ্যা-শেফালির ছবি, ‘জলসা’খ্যাত শিশুশিল্পী ‘আয়ুশ’ আসলে কে?

আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: ওর মনে একটা খুব কষ্ট ছিল আমি জানি… মনে মনে গুমরে থাকত: অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে বিপ্লব চট্টোপাধ্যায়

আরও পড়ুন: Exclusive-Abhishek Chatterjee Demise: ‘চলে যাওয়ার আগের মুহূর্তেও মেয়ের কথাই জিজ্ঞেস করছিল অভিষেক’, বলেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা

Next Article