ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা, মানালি দে একের পর এক ভাল কাজ উপহার দিয়েছেন দর্শকদের। বারে বারে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। দর্শকদের মাঝে এত জনপ্রিয়তার পরেও দর্শকেরা হাতে চড় খেতে হয়েছিল তাঁকে? অবাক কাণ্ড মনে হলেও এটাই সত্যি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। জি বাংলার এক টক শো অপুর সংসার-এ এসে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁর সেই মন্তব্য। শো সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে তিনি এই বিষয় জানিয়েছিলেন যে একটি খোলা মঞ্চে শো করতে অর্থাৎ চলতি কথায় যাকে মাচা অনুষ্ঠান বলা হয়, সেই অনুষ্ঠানে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা হয় মানালির।
তিনি ও তাঁর সহঅভিনেতা মাথা নীচু করে হাঁটছিলেন। মানালিকে দেখতে ভিড়ও জমেছিল অনেক। যদিও মানালি তা খুব একটা গুরুত্ব দেননি। করও কথায় কান দেবেন না বলেই তিনি মাথা নীচু করে হাঁটতে থাকেন। আশা করেননি হঠাৎ করে তাঁর সঙ্গে এমন কিছু ঘটবে। হঠাৎ করে এক মহিলা তাঁর গালে একটা চড় বসিয়ে দেন। চমকে সামনে তাকান মানালি। দেখেন মহিলা তাঁর উদ্দেশে বলছে মাথা তুলে হাটতে, মুখ দেখাবেন না বলে কি তিনি মাথা নীচু করে হাঁটছেন, তবে এসেছেন কেন, মুখ দেখাতেই তো।
এখানেই শেষ নয়, মানালি আরও জানান, যে তাঁকে একাই নয়, তাঁর সহঅভিনেতার গালেও সেদিন চড় বসেছিল। তিনি অবাক হয়ে গেলেও খুব একটা কিছু বলেননি মানালি। বরাবরই মানালি খুব শান্ত স্বভাবের। মিষ্টি মেয়ে বলেও টলিপাড়ায় তাঁর পরিচিতি, ফলে মানালি যে এ ঘটনার পাল্টা প্রতিবাদ করবেন, তা অনেকেই হয়তো মনে করেননি। যদিও মানালিও তেমন কিছু করেননি।
মানালির জীবনে এমন অনেক ঘটনাই রয়েছে, যা বেশ মজার। একবার নাকি তিনি ছোটবেলায় বাবার সই নকল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গিয়েছিলেন। এক বন্ধুর কথায় এমনটা করেছিলেন বলে জানান মানালি, তিনি তাঁর বাবাকে বেশ ভয় পেতেন। তাই এমন কান্ড ঘটান বলে জানান তিনি, যদিও ধরা পড়ে গিয়েছিলেন পলকে।