Nusrat Jahan: ফোনে ‘দুষ্টুমি’ করতে গিয়ে ধরা পড়লেন নুসরত?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Mar 26, 2022 | 11:48 AM

Nusrat Jahan: সম্প্রতি 'প্রেমিক' যশের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন নুসরত। একটি ছবিতে ফোনের দিকে তাকিয়ে সাংসদ-অভিনেত্রী।

Nusrat Jahan: ফোনে দুষ্টুমি করতে গিয়ে ধরা পড়লেন নুসরত?
নুসরত জাহান।

Follow Us

গোলাপি সালোয়ার কামিজ়, দোপাট্টা। মাঝখানে সিঁথি কাটা চুল। কপালে ছোট টিপ। আর হাতে ফোন। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে শেষ আপলোড করা ছবি এটাই। সেই সঙ্গে তারকা ব্যক্ত করেছেন ফোনের প্রতি তাঁর ভালবাসা। আই-ফোনের লেটেস্ট এডিশন নুসরতের হাতে। একটি ছবিতে ফোনের দিকে তাকিয়ে নুসরত। অন্য ছবিটিতে ক্যামেরার দিকে তাঁর ফোকাস। প্রথম ছবিতে গোটা অক্ষরে লেখা, “তুমি যখন তোমার ফোনের মধ্যে থাকো।” পাশের ছবিতে লেখা, “ধরা পড়েছি…”

সম্প্রতি ‘প্রেমিক’ যশের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন নুসরত। কোনও একটি দরগায় গিয়েছিলেন তাঁরা। পথশিশুদের আইসক্রিম কিনে দিতে দেখা যায় তাঁদের। ভিডিয়োটি শেয়ার করে নুসরত লিখেছেন, “প্রেমের ভাষা বোঝেন ঈশ্বর। দয়ালু হও। ভালবাসা দাও। ঈশ্বরকে ভালবাসো। ঈশ্বরের মানুষদের ভালবাসো।” তারপরই ফোন নিয়ে এই পোস্ট নুসরতের।

 

‘এসওএস কলকাতা’র পর ফের একবার পর্দায় একসঙ্গে ফিরছে যশ-নুসরত জুটি। সোশ্যাল মিডিয়ার পাতায় বরাবরই সক্রিয় নুসরত জাহান। নানা পোস্টে, ভ্যাকেশন ট্রিপ হোক বা যশ-ঈশানের সঙ্গে কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তই হোক, সবটাই ভক্তদের সঙ্গে ভাগ করে থাকেন তিনি। তবে ভক্তদের অপেক্ষা ছিল একটাই, এই জুটির পর্দায় রোম্যান্স আবারও কবে দেখা যাবে? এবার সেই উপহার নিয়েই আসতে চলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক।

 

‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির খবর সামনে এসেছিল আগেই। ছবির কাজও শেষ করে ফেলল যশরত। খবরটি ভাগ করে নিয়েছেন পরিচালক শিলাদিত্যই। ছবির প্রযোজনায় রয়েছেন এনা সাহা ও বনানী সাহা। মোমো-র লেখা এই গল্পেই সম্মতি ছিল সেলেব জুটির। শোনান হয়েছিল আরও বেশকিছু স্ক্রিপ্ট। তবে এই চিত্রনাট্যটিই তাঁরা বেছে নিয়েছিলেন তাঁদের আগামী ছবির জন্য। এক সাক্ষাৎকারে পরিচালক এমনটাই জানান। গল্পের প্রতিটা ভাঁজে রাজনীতি, ছাত্রনেতা, খুন – সবমিলিয়ে এবার একেবারে অন্য ধাঁচে, অন্য ছাঁচে নিজেদের উপস্থাপনা করতে চলেছেন এই জুটি। এখন কেবল ছবির মুক্তির অপেক্ষা।

আরও পড়ুন: Srijato Bandopadhyay: পরম-প্রিয়াঙ্কা জুটির হাত ধরে পরিচালনায় অভিষেক শ্রীজাতর, কেমন ছিল প্রথম ছবির প্রথম শটের অভিজ্ঞতা?

আরও পড়ুন: RRR-Puneeth Rajkumar: ‘আরআরআর’-এর রিলিজ় ছাড়ল না মৃত অভিনেতাকেও… নিন্দার ঝড় বইছে!

আরও পড়ুন: Exclusive-Abhishek Chatterjee Demise: ‘চলে যাওয়ার আগের মুহূর্তেও মেয়ের কথাই জিজ্ঞেস করছিল অভিষেক’, বলেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা