স্বস্তিকার কি মন খারাপ ছিল? না হলে এমন ভাবে কেউ পোস্ট করে না। মনে করে না মাকে। বাবা-মায়ের আদরের মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। এক সময় তাঁদের ঘিরেই ছিল অভিনেত্রীর জীবন। ছিল নয়, ছিল নয়। এখনও সেটাই রয়েছে। এখন স্বস্তিকার বাবা-মা এই পৃথিবীতে নেই। রয়েছেন অন্য দুনিয়ায়। যে দুনিয়ায় একবার গেলে আর কেউ ফিরে আসে না। কিন্তু মানুষ চলে গেলে তাঁর শরীরটা চলে যায়। ভালবাসার মানুষরা থেকে যান অন্তরেই। যেমনটা মেয়ের অন্তরে থেকে গিয়েছেন বাবা সন্তু মুখোপাধ্য়ায় ও মা গোপা মুখোপাধ্যায়। এখনও মন খারাপে তাঁদের কাছেই বারবার ফিরে যান স্বস্তিকা। কখনও বাবার হলুদ সোয়েটার জড়িয়ে তাঁকে অনুভব করেন, কখনও মায়ের ছবিতে তাঁকে খোঁজেন। এবার মায়ের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী।
মায়ের সঙ্গে তোলা খুব মিষ্টি স্বস্তিকার সেই ছবি। ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বলা ভাল অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, “ফোনে অন্য একটা কী খুঁজতে গিয়ে এই ছবিটা খুঁজে পেলাম। ২০১১ কি ২০১২ হবে বোধহয়। মন খারাপ থাকলে মায়েরা ওপার থেকে হলেও সেটা ভাল করার দায়িত্ব নিয়েই নেয়। কীসের যে এত তাড়া ছিল মা গো…”
বাংলা বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল তারকার নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। অনেক অল্প বয়স থেকে অভিনয় করেন তিনি। বাবার গুণ পেয়েছেন মেয়ে। বাবা সন্তু মুখোপাধ্যায়ও দাপুটে অভিনেতা। তবে কেবল বাংলার গণ্ডিতে আটকে নেই অভিনেত্রী। তিনি এখন প্যান ইন্ডিয়া স্টার। জমিয়ে অভিনয় করছেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। ওয়েব সিরিজ় ও ছবিতে তাঁকে কাস্ট করেন সেখানকার নির্মাতারাও। সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ‘শ্রীমতি’ ছবিটি। স্বস্তিকা নিজেও একজন খুব ভাল মা। একমাত্র মেয়ে অন্বেষা তাঁর প্রাণ। মেয়ের কাছে মাও তাই।