শুক্রবার (২২.০৭.২০২২) সন্ধ্যার ঘটনা। তৃণমূল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় নামের এক তরুণীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছে ২০ কোটি টাকারও বেশি। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। শুক্রবার রাতেই তিনি ফেসবুকে পোস্ট করেছেন ইডির টুইট থেকে টাকার ছবির স্ক্রিনশট। সেই সঙ্গে নিজের বক্তব্যও লিখেছেন সেই পোস্টে। রুদ্রনীল ঘোষ ব্যঙ্গ করে হ্যাশট্যাগে লিখেছেন ‘দুয়ারে গর্ত’। আরও লিখেছেন, “বাংলার ইতিহাসে এ ঘটনা বিরল বা নেই। আদালতের নির্দেশে চলা চাকরি চুরির তদন্তের মধ্যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার ইডির তদন্তে!!”
সেই সঙ্গে সৎ শিক্ষিত চাকরি প্রার্থীদের দুঃখ-দুর্দশার কথাও তুলে ধরেছেন নিজের পোস্টে। রুদ্রনীল লিখেছেন, “সৎ শিক্ষিত চাকরি প্রার্থীরা চোখের জলে খালি পেটে রাস্তায় বসে, নয়তো আদালতের দুয়ারে। আর বস্তা বস্তা টাকা পড়ে অর্পিতাদের ঘরে।” পোস্টে ব্যঙ্গের সুরে রাজ্য সরকারকে ভর্ৎসনা করতেও পিছপা হননি রুদ্রনীল। তিনি লিখেছেন, “তৃণমূল জিন্দাবাদ!! তৃণমূলের সততা জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মন্ত্রীরা জিন্দাবাদ। শহীদ বাংলা জিন্দাবাদ। বাংলার ভোটার জিন্দাবাদ।”
ঘটনা যা ঘটেছে, তাতে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল। শুক্রবার সকাল থেকেই ইডি এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু করেছিল। অভিযান চালিয়েছিল বিভিন্ন জায়গায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও হানা দিয়েছিল ইডি। গিয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও। একে-একে গিয়েছিল রত্না চক্রবর্তী বাগচী, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের বাড়িতেও। এরপর শুক্রবার সন্ধ্যায় ইডি টুইট করে। যে টুইটকে ঘিরে বঙ্গ রাজনীতি উত্তাল। তারা পোস্ট করেছিল ৫০০, ২০০০ নোটের বান্ডিলের পাহাড়ের ছবি। ইডির সেই পোস্টতে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। মুহূর্তে হয়ে ওঠে সবচেয়ে বড় খবর।
সূত্রের খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সেই তরুণীর বাড়ি থেকেই উদ্ধার হয়ে ২০ কোটি টাকারও বেশি। সেই তরুণী থাকেন হরিদেবপুরের এক বিলাশবহুল আবাসনে।
রুদ্রনীলের রাজনৈতিক অবস্থান সম্পর্কে প্রায় সকলেই অবগত। একটা সময় বাম শিবিরের ঘনিষ্ঠ রুদ্রনীল দল পাল্টে চলে যান তৃণমূলে। তারপর মা-মাটি-মানুষের ছত্রছায়া থেকে তিনি চলে আসেন বিজেপিতে। ২০২১ সালের বিধানসভা ভোটে লড়েছিলেন ভবানীপুরে। যদিও তিনি পরাজিত হয়েছিলেন।