Aparajita Adhyay: ‘জীবনে সত্যিকারের বন্ধু খুব কম হয়’, কেন বললেন অপরাজিতা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 07, 2022 | 11:58 PM

বসন্ত পঞ্চমীতে ছোটবেলার বন্ধুর সঙ্গে আনন্দ করলেন অপরাজিতা।

Aparajita Adhyay: জীবনে সত্যিকারের বন্ধু খুব কম হয়, কেন বললেন অপরাজিতা?
অপরাজিতা আঢ্য।

Follow Us

সরস্বতী পুজোর দিন দারুণ নৃত্যপরিবেশন করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী তিনি। যে কোনও উৎসবকে উপভোগ করতে ভালবাসেন। বসন্ত পঞ্চমীতে ছোটবেলার বন্ধুর সঙ্গে আনন্দ করলেন অপরাজিতা। ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, “জীবনে সত্যিকারের বন্ধুত্ব খুব কম হয়। কিন্তু যার সঙ্গে হয়, সব সম্পর্কের উর্ধ্বে গিয়ে সেরার সেরা সম্পর্ক বন্ধুত্বই হয়।”

৫ ডিসেম্বর অপরাজিতা পাড়ি দিয়েছিলেন তামিল নাড়ুর পাহাড়ি রাজ্য উটিতে। আরও বেশ কয়েকদিন সেখানেই ছিলেন। উটিতে গিয়েও নাচে মেতে ওঠেন অভিনেত্রী। ফুরফুরে দক্ষিণ হাওয়ার আমেজ মেখে দিব্যি ছুটি উপভোগ করেছেন অপরাজিতা। দারুণ এনজয় করছেন তিনি। কিছু ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। নাচের ভিডিয়োও পোস্ট করেছিলেন। কী নাচ জানেন?

‘তাল’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের সাদা পোশাকের দুর্দান্ত নাচ। গানটির নাম ‘রমতা যোগী’। গেয়েছিলেন সুখবিন্দর সিং। সেই গানের তালে জমিয়ে নেচেছিলেন ঐশ্বর্য। স্বপ্নসুন্দরীর স্বপ্নের নাচ। সেই নাচের তালেই কোমড় দুলিয়েছিলেন অপরাজিতা। নিজের মতো করে নাচেন তিনি। পিছনে সাজানো বাগান, সাজানো পাহাড় আর অপরাজিতা। স্বতঃস্ফূর্ত ছন্দে, কোরিওগ্রাফ না করা একটি নাচ। যেন প্রকৃতিই নাচিয়ে নিয়েছেন তাঁকে দিয়ে। অপরাজিতা লিখেছেন, “মাঝে মধ্যে কোনও প্রস্তুতি ছাড়াই নাচি। প্রকৃতিই এমনটা করতে সাহায্য করে।”

প্রতিবার নিজের বেহালার বাড়িতে বসন্ত উৎসবে দোল খেলার আয়োজন করেন অপরাজিতা। যে নাচের দলের সঙ্গে তিনি যুক্ত, সেই মেয়ের দল সুন্দর সেজে নৃত্য পরিবেশন করে। নিজের মধ্যেই আনন্দ ভাগাভাগি করে নেন তাঁরা। আগে থেকে রিহার্সালও করেন জমিয়ে।

আরও পড়ুন: Parineeti Chopra: স্টুডিয়োতে ফের গান রেকর্ড করলেন পরিণীতি, কোন ছবি, কী গান?

আরও পড়ুন: Lata Mangeshkar-Asha Bhosle: আশা-লতার মেয়েবেলার মিষ্টি ছবি ভাইরাল, স্মৃতি হাতড়াচ্ছেন ছোট বোন

আরও পড়ুন: Lata Mangeshkar-Rahul Vaidya: ঈশ্বর স্বয়ং তাঁর সঙ্গীত শুনতে চান, তাই ডেকে নিয়েছেন: রাহুল বৈদ্য

Next Article