‘স্পেশাল অপস’-এ টোটার কাজে মুগ্ধ দর্শক, অভিনেতা কী বললেন?
নায়ককে কোন বাংলা ছবিতে দেখা যাবে, সেটা জানার জন্যও অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা। দুর্গাপুজোতে ফেলুদারূপেও দেখা যাবে টোটাকে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়।

বলিউডে টোটা রায়চৌধুরীর কাজ নিয়ে এখন নিয়মিত চর্চা হয়। কারণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে টোটা কাজ করার পর প্রশংসা কুড়িয়েছেন। তারপর টোটাকে কোন কনটেন্টে দেখা যাবে, তা নিয়ে উত্সাহ ছিল অনুরাগীদের মধ্যে। এবার নীরজ পাণ্ডের ঘরে তৈরি ‘স্পেশাল অপস ২’ দেখে টোটার অনুরাগীরা উচ্ছ্বসিত। টোটা নিজেও সেটা টের পাচ্ছেন। ফেসবুকে নায়ক লিখেছেন, “‘আ ওয়েডনেসডে’ দেখার পর থেকেই ওঁর কাজের অনুরাগী। তাই যখন নীরজ পাণ্ডে স্যারের দিক থেকে কাজের অফার এলো তখন বিনা বাক্যব্যয়ে সম্মতি জানিয়ে দিই।
মুম্বইয়ে ওঁর সুসজ্জিত অফিসে বসে, মশলা চা পান করতে করতে যখন শুনলাম যে উনি ‘স্পেশাল অপস’-এর দ্বিতীয় সিজনের জন্য আমার কথা ভেবেছেন তখন চা চলকে ছিটকে ছাব্বিশ হাল আমার। সোজাসাপ্টা মানুষটি সরাসরি বললেন, “দৈর্ঘ্যে হয়তো কম কিন্তু চরিত্রের ইমপ্যাক্ট তুমি রিলিজের পরই বুঝতে পারবে।”
সত্যিই সেটা টের পেলাম গত দু’ দিনে। মেসেজের পর মেসেজে ইনবক্স ভরে গিয়েছে। যখনই কোনও কাজ প্রশংসিত হয়, তখনই প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তারপর পরিচালক/পরিচালিকাকে ও তৎসহ দর্শকবন্ধুদের কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়ে অঙ্গীকার করি যেন আরও পরিশ্রমের মাধ্যমে তাঁদের প্রসংশার যোগ্য হয়ে উঠতে পারি। বিনোদ শেখাওয়াত চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম প্রিয় চরিত্র হয়ে রয়ে যাবে। যাঁরা দেখেননি তাঁরা যদি দেখতে চান, তা হলে জিও-হটস্টার এ ‘স্পেশাল অপস-২’ দেখে ফেলতে পারেন। আর দেখলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন।”
এরপর নায়ককে কোন বাংলা ছবিতে দেখা যাবে, সেটা জানার জন্যও অপেক্ষা করছেন তাঁর অনুরাগীরা। দুর্গাপুজোতে ফেলুদারূপেও দেখা যাবে টোটাকে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
