‘আমি সত্যি তোতলা, বাংলাও খারাপ ছিল’, কোন সত্যি সামনে আনলেন তৃণা
বেঙ্গল টপার ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক'-এর নায়িকা তিনি। একের পর এক হিট ধারাবাহিক করেছেন তৃণা। বাংলা জুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ব্র্যান্ড এনডর্সমেন্টের ক্ষেত্রেও তৃণা অনেকের নয়নের মণি। কিন্তু তৃণা যখন ধারাবাহিকে অভিনয় করা শুরু করেছিলেন, তখন কিছুজন দাবি করেছিলেন তৃণা নাকি ঠিক করে কথাই বলতে পারেন না!

বেঙ্গল টপার ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এর নায়িকা তিনি। একের পর এক হিট ধারাবাহিক করেছেন তৃণা। বাংলা জুড়ে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। ব্র্যান্ড এনডর্সমেন্টের ক্ষেত্রেও তৃণা অনেকের নয়নের মণি। কিন্তু তৃণা যখন ধারাবাহিকে অভিনয় করা শুরু করেছিলেন, তখন কিছুজন দাবি করেছিলেন তৃণা নাকি ঠিক করে কথাই বলতে পারেন না! তিনি নাকি তোতলা…এ কথা শুনেই TV9 বাংলার কাছে মন খুললেন তৃণা।
কোনও রাখঢাক না করে তৃণা বললেন, ”আপনারা একদম ঠিক শুনেছেন। আমি সত্যি তোতলা। এটা একটা অসুখ। আমি ধারাবাহিক করতে শুরু করার পর শিখে নিয়েছি, কীভাবে তোতলামি এড়িয়ে অভিনয় করতে হয়। পুরোটা পেরেছি বলব না। তবে চেষ্টা করি। আমার বাংলা বলাও খুব খারাপ ছিল। এই ব্যাপারে প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি আমাকে বসিয়ে বর্ণপরিচয় পড়িয়েছেন। কোনও মানুষই পারফেক্ট হন না। আমার মধ্যেও অনেক খুঁত আছে। সেগুলো কাটিয়ে উঠেই ভালো কাজ করার চেষ্টা করছি।”
তৃণা যেভাবে এই কথাগুলো সামনে আনলেন, তা অনেক মানুষকে অনুপ্রেরণা জোগাতে পারে। শুধু অভিনয়ের পেশায় নয়, বিভিন্ন পেশায় কাজ করার সময়ে কিছু ব্যাপারে দুর্বলতা মানুষের মনের জোর কমিয়ে দেয়। তবে তৃণা যেভাবে তাঁর দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে চলেছেন, তা সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। পাশাপাশি অভিনেত্রী এ কথাও জানালেন, বাংলা ছবিতে যে তুলনায় কম ডাক পাচ্ছেন, তা নিয়ে কোনও আফসোস নেই। তার জন্য টলিপাড়ায় কারও সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ব্যাপারও নেই।
