থাকতে চাইতেন আড়ালেই! সুচিত্রার জন্মদিনে ব্যক্তিগত একগুচ্ছ ছবি ফাঁস কার?

Suchitra Sen: আড়ালেই থাকতে চাইতেন তিনি। শেষ বয়সটা কেটেছিল একেবারে অন্তরালেই। ১৯৩১ সালে বাংলাদেশের পাবনায় জন্ম হয়েছিল তাঁর। বাড়ির সকলের কাছে তিনি ছিলেন কৃষ্ণা। তিনি অর্থাৎ সুচিত্রা সেন।

| Updated on: Apr 06, 2024 | 4:44 PM
আড়ালেই থাকতে চাইতেন তিনি। শেষ বয়সটা কেটেছিল একেবারে অন্তরালেই। ১৯৩১ সালে বাংলাদেশের পাবনায় জন্ম হয়েছিল তাঁর। বাড়ির সকলের কাছে তিনি ছিলেন কৃষ্ণা। তিনি অর্থাৎ সুচিত্রা সেন।

আড়ালেই থাকতে চাইতেন তিনি। শেষ বয়সটা কেটেছিল একেবারে অন্তরালেই। ১৯৩১ সালে বাংলাদেশের পাবনায় জন্ম হয়েছিল তাঁর। বাড়ির সকলের কাছে তিনি ছিলেন কৃষ্ণা। তিনি অর্থাৎ সুচিত্রা সেন।

1 / 8
তিনি অর্থাৎ সুচিত্রা সেন। আজ তাঁর জন্মদিন। তিনি নেই। কিন্তু আজও তিনি রয়েছে সাদা-কালোয়, রয়েছেন নস্টালজিয়ায়। আজও তাঁর জন্মদিনে বাঙালি মনে করে তাঁকে। ফেসবুক জুড়ে ঘুরে বেড়ায় শ্রদ্ধাজ্ঞাপনের পোস্ট।

তিনি অর্থাৎ সুচিত্রা সেন। আজ তাঁর জন্মদিন। তিনি নেই। কিন্তু আজও তিনি রয়েছে সাদা-কালোয়, রয়েছেন নস্টালজিয়ায়। আজও তাঁর জন্মদিনে বাঙালি মনে করে তাঁকে। ফেসবুক জুড়ে ঘুরে বেড়ায় শ্রদ্ধাজ্ঞাপনের পোস্ট।

2 / 8
বাদ নেই তাঁর নিজের রক্ত, তাঁর আদরের নাতি রিয়া সেনও। বিশেষ দিনে ছবিতে ছবিতে 'আম্মা'কে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি। একই সঙ্গে ফাঁস করেছেন ফ্যামিলি অ্যালবামের একগুচ্ছ না দেখা ছবিও।

বাদ নেই তাঁর নিজের রক্ত, তাঁর আদরের নাতি রিয়া সেনও। বিশেষ দিনে ছবিতে ছবিতে 'আম্মা'কে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তিনি। একই সঙ্গে ফাঁস করেছেন ফ্যামিলি অ্যালবামের একগুচ্ছ না দেখা ছবিও।

3 / 8
যা দেখে ভক্তরা রীতিমতো আবেগঘন। উত্তমকুমারের সঙ্গে মহানায়িকার সমীকরণ থেকে শুরু করে, মেয়ে মুনমুনের বিয়ে, রিয়া-রাইমার সঙ্গে খুনসুটি সে সবই ধরা রয়েছে সেই সব গোপন ফ্রেমে।

যা দেখে ভক্তরা রীতিমতো আবেগঘন। উত্তমকুমারের সঙ্গে মহানায়িকার সমীকরণ থেকে শুরু করে, মেয়ে মুনমুনের বিয়ে, রিয়া-রাইমার সঙ্গে খুনসুটি সে সবই ধরা রয়েছে সেই সব গোপন ফ্রেমে।

4 / 8
ছবি শেয়ার করে রিয়া লিখেছেন, "আম্মা তোমার বিশেষ দিনে তোমায় বলতে চাই, তোমায় কতটা মিস করি। তোমার ভালবাসা আমাদের জীবনকে গড়ে দিয়ে গিয়েছে।"

ছবি শেয়ার করে রিয়া লিখেছেন, "আম্মা তোমার বিশেষ দিনে তোমায় বলতে চাই, তোমায় কতটা মিস করি। তোমার ভালবাসা আমাদের জীবনকে গড়ে দিয়ে গিয়েছে।"

5 / 8
এখানেই না থেমে তিনি আরও লেখেন, "তোমার ওই মিষ্টি চুমু, তোমার জড়িয়ে ধরা, আদরে ভরিয়ে দেওয়া, সব আজ স্মৃতিতে রয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে আম্মা। তোমার উষ্ণতায় আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠুক।"

এখানেই না থেমে তিনি আরও লেখেন, "তোমার ওই মিষ্টি চুমু, তোমার জড়িয়ে ধরা, আদরে ভরিয়ে দেওয়া, সব আজ স্মৃতিতে রয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে আম্মা। তোমার উষ্ণতায় আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠুক।"

6 / 8
২০১৪ সালের ১৭ জুন তিনি চলে গিয়েছিলেন। মৃত্যুর বহু বছর আগে থেকেই নিজেকে অন্তরালেই নিয়ে গিয়েছিলেন তিনি। যত তিনি আড়াল হয়েছেন, ততই গোপনচারিণীর রূপ নিয়ে মানুষের মনে বেড়েছে কৌতূহল।

২০১৪ সালের ১৭ জুন তিনি চলে গিয়েছিলেন। মৃত্যুর বহু বছর আগে থেকেই নিজেকে অন্তরালেই নিয়ে গিয়েছিলেন তিনি। যত তিনি আড়াল হয়েছেন, ততই গোপনচারিণীর রূপ নিয়ে মানুষের মনে বেড়েছে কৌতূহল।

7 / 8
যদিও পরিবার তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন আজীবন। তাঁর অনেক অদেখা ছবি শেয়ার করলেও শেষ বয়সের ছবি সামনে আনেননি তাঁরা। আগামীদিনেও এরকম কোনও পরিকল্পনা নেই।

যদিও পরিবার তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন আজীবন। তাঁর অনেক অদেখা ছবি শেয়ার করলেও শেষ বয়সের ছবি সামনে আনেননি তাঁরা। আগামীদিনেও এরকম কোনও পরিকল্পনা নেই।

8 / 8
Follow Us: