AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sarbat Stall: কাজের ফাঁকে একটু শরবতে চুমুক দেবেন ভাবছেন? রইল শহরের সেরা ৭ দোকানের হদিস

একটু গলা ভেজাতে পারলে মন্দ হয়না। কিন্তু কোথায়? সেই ঠিকানা জানা আছে কি? রইল শহরের সেরা ৭ শরবতের দোকানের হদিস।

| Updated on: Jul 26, 2024 | 6:34 PM
Share
একেই বর্ষার বৃষ্টি, প্যাচপ্যাচে কাদা, তার উপরে আবার বেজায় গরম। এই নিয়েই অতিষ্ট কলকাতাবাসি। তার মাঝে একটু গলা ভেজাতে পারলে মন্দ  হয়না। কিন্তু কোথায়? সেই ঠিকানা জানা আছে কি? রইল শহরের সেরা ৭ শরবতের দোকানের হদিস।

একেই বর্ষার বৃষ্টি, প্যাচপ্যাচে কাদা, তার উপরে আবার বেজায় গরম। এই নিয়েই অতিষ্ট কলকাতাবাসি। তার মাঝে একটু গলা ভেজাতে পারলে মন্দ হয়না। কিন্তু কোথায়? সেই ঠিকানা জানা আছে কি? রইল শহরের সেরা ৭ শরবতের দোকানের হদিস।

1 / 8
কপিলা আশ্রম - বিধান সরণির উপরে বিবেকানন্দ রোডের পরের স্টপেজ শ্রীমানী বাজার এলাকা। সেখানেই দেখতে পাবেন এই দোকান। ফলের রস থেকে নানা প্রজাতির শরবত পাবেন এই দোকানে।

কপিলা আশ্রম - বিধান সরণির উপরে বিবেকানন্দ রোডের পরের স্টপেজ শ্রীমানী বাজার এলাকা। সেখানেই দেখতে পাবেন এই দোকান। ফলের রস থেকে নানা প্রজাতির শরবত পাবেন এই দোকানে।

2 / 8
শিবশক্তি শরবত শপ - আহিরীটোলা ঘাটের কাছে রয়েছে বহু বছরের পুরনো এই দোকান। আম শরবত থেকে নানা ফ্লেভারের লস্যি পাবেন সব।

শিবশক্তি শরবত শপ - আহিরীটোলা ঘাটের কাছে রয়েছে বহু বছরের পুরনো এই দোকান। আম শরবত থেকে নানা ফ্লেভারের লস্যি পাবেন সব।

3 / 8
শরবত মহল - খিদিরপুর এলাকার কার্ল মার্ক্স সরণির উপরে এই দোকান। নানা রকমের শেক, শরবত তেষ্টা মেটাতে যা চাইবেন, প্রায় সবই পেয়ে যাবেন এই দোকান থেকে।

শরবত মহল - খিদিরপুর এলাকার কার্ল মার্ক্স সরণির উপরে এই দোকান। নানা রকমের শেক, শরবত তেষ্টা মেটাতে যা চাইবেন, প্রায় সবই পেয়ে যাবেন এই দোকান থেকে।

4 / 8
দ্য ইয়েলো স্ট্র - দক্ষিণ কলকাতার শরবত প্রেমীদের পছন্দের ঠিকানা ভবানীপুরের এই দোকান। বহু বছরের পুরনো দোকান, আজও মানুষের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে।

দ্য ইয়েলো স্ট্র - দক্ষিণ কলকাতার শরবত প্রেমীদের পছন্দের ঠিকানা ভবানীপুরের এই দোকান। বহু বছরের পুরনো দোকান, আজও মানুষের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে।

5 / 8
গুরুজি ঠান্ডাইওয়ালা - বড় বাজারের, পোস্তা এলাকায় বিখ্যাত এসি মার্কেটের কাছেই রয়েছে গুরুজি ঠান্ডাইওয়ালা। ঠান্ডাই, ফলের ক্রাশ, স্কোয়াশ থেকে সিরাপ পাবেন সব কিছুই।

গুরুজি ঠান্ডাইওয়ালা - বড় বাজারের, পোস্তা এলাকায় বিখ্যাত এসি মার্কেটের কাছেই রয়েছে গুরুজি ঠান্ডাইওয়ালা। ঠান্ডাই, ফলের ক্রাশ, স্কোয়াশ থেকে সিরাপ পাবেন সব কিছুই।

6 / 8
প্যারামাউন্ট - কলেজস্ট্রিটের বিখ্যাত এই শরবতের দোকানের বয়স পেরিয়ে গিয়েছে ১০০ বছর। এই দোকানে আসতেন স্বয়ং নেতাজী থেকে উত্তমকুমার। এখানকার ডাব শরবতের ভক্ত নেহাত কম নয়।

প্যারামাউন্ট - কলেজস্ট্রিটের বিখ্যাত এই শরবতের দোকানের বয়স পেরিয়ে গিয়েছে ১০০ বছর। এই দোকানে আসতেন স্বয়ং নেতাজী থেকে উত্তমকুমার। এখানকার ডাব শরবতের ভক্ত নেহাত কম নয়।

7 / 8
শিব আশ্রম - হেদুয়ার কাছে এই দোকানের রোজ লস্যি এবং শরবত খাওয়ার জন্য লাইন দেখা যায় কখনও কখনও। দোকানের জনপ্রিয়তা কতটা তা নিশ্চয়ই বুঝতে পারছেন সেখান থেকেই।

শিব আশ্রম - হেদুয়ার কাছে এই দোকানের রোজ লস্যি এবং শরবত খাওয়ার জন্য লাইন দেখা যায় কখনও কখনও। দোকানের জনপ্রিয়তা কতটা তা নিশ্চয়ই বুঝতে পারছেন সেখান থেকেই।

8 / 8