চুরি যাওয়া মোবাইলে এখনও রয়েছে UPI অ্যাকাউন্ট? মহা বিপদে পড়তে পারেন তাহলে…

UPI Account: কম-বেশি সকলেই এখন অনলাইন পেমেন্টে অভ্যস্ত। কিন্তু মোবাইল চুরি হয়ে গেলে এই ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করেই চোর বা প্রতারকরা সর্বস্বান্ত করে দিতে পারে।

| Updated on: Jul 26, 2024 | 7:33 PM
মোবাইল চুরি হয়ে গেলে, আগে যেখানে কন্টাক্ট হারিয়ে যাওয়ার ভয় থাকত, এখন প্রথম চিন্তাই থাকে যে অনলাইন পেমেন্ট অ্যাকাউন্ট থেকে কেউ টাকা চুরি করে নেবে না তো?

মোবাইল চুরি হয়ে গেলে, আগে যেখানে কন্টাক্ট হারিয়ে যাওয়ার ভয় থাকত, এখন প্রথম চিন্তাই থাকে যে অনলাইন পেমেন্ট অ্যাকাউন্ট থেকে কেউ টাকা চুরি করে নেবে না তো?

1 / 8
কম-বেশি সকলেই এখন অনলাইন পেমেন্টে অভ্যস্ত। কিন্তু মোবাইল চুরি হয়ে গেলে এই ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করেই চোর বা প্রতারকরা সর্বস্বান্ত করে দিতে পারে।

কম-বেশি সকলেই এখন অনলাইন পেমেন্টে অভ্যস্ত। কিন্তু মোবাইল চুরি হয়ে গেলে এই ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করেই চোর বা প্রতারকরা সর্বস্বান্ত করে দিতে পারে।

2 / 8
তাই মোবাইল চুরি হলে প্রথম কজই হল, ইউপিআই আইডি ডিলিট করে দেওয়া। কীভাবে করবেন এই কাজ?

তাই মোবাইল চুরি হলে প্রথম কজই হল, ইউপিআই আইডি ডিলিট করে দেওয়া। কীভাবে করবেন এই কাজ?

3 / 8
প্রথমেই ০২২৬৮৭২৭৩৭৪ বা ০৮০৬৮৭২৭৩৭৪ নম্বরে ফোন করুন।

প্রথমেই ০২২৬৮৭২৭৩৭৪ বা ০৮০৬৮৭২৭৩৭৪ নম্বরে ফোন করুন।

4 / 8
এবার রেজিস্টার নম্বরের সাপেক্ষে মোবাইল চুরি যাওয়ার অভিযোগ জানান। ওটিপি চাইলে, হারিয়ে যাওয়া সিম কার্ড ও ডিভাইস অপশনটি সিলেক্ট করুন।

এবার রেজিস্টার নম্বরের সাপেক্ষে মোবাইল চুরি যাওয়ার অভিযোগ জানান। ওটিপি চাইলে, হারিয়ে যাওয়া সিম কার্ড ও ডিভাইস অপশনটি সিলেক্ট করুন।

5 / 8
এবার আপনাকে কাস্টমার কেয়ারের সঙ্গে সংযুক্ত করা হবে। সেখানে ফোন চুরির অভিযোগ জানিয়ে অবিলম্বে ইউপিআই আইডি ব্লক করতে বলুন।

এবার আপনাকে কাস্টমার কেয়ারের সঙ্গে সংযুক্ত করা হবে। সেখানে ফোন চুরির অভিযোগ জানিয়ে অবিলম্বে ইউপিআই আইডি ব্লক করতে বলুন।

6 / 8
আপনি যদি পেটিএমের ইউপিআই আইডি ব্লক করতে চান, তবে পেটিএম ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর ০১২০৪৪৫৬৪৫৬- এ ফোন করে মোবাইল চুরির অভিযোগ রেজিস্টার করুন এবং সমস্ত ডিভাইস থেকে লগ আউট অপশনটি বেছ নিন।

আপনি যদি পেটিএমের ইউপিআই আইডি ব্লক করতে চান, তবে পেটিএম ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর ০১২০৪৪৫৬৪৫৬- এ ফোন করে মোবাইল চুরির অভিযোগ রেজিস্টার করুন এবং সমস্ত ডিভাইস থেকে লগ আউট অপশনটি বেছ নিন।

7 / 8
চুরি যাওয়া মোবাইলে এখনও রয়েছে UPI অ্যাকাউন্ট? মহা বিপদে পড়তে পারেন তাহলে…

8 / 8
Follow Us: