AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ‘তুমি কিছুই জানো না’, ধোনিকে ক্রিকেটের নিয়ম বলতে গিয়ে সাক্ষীর ধমক, তারপর…

Dhoni on Sakshi: মহেন্দ্র সিং ধোনি ভারতের অন্যতম সফল অধিনায়ক। আইসিসির তিন ট্রফি (চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ) ভারতে এসেছে তাঁর ক্যাপ্টেন্সিতে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে একদিন ক্রিকেটের পাঠ দিয়েছিলেন তাঁর স্ত্রী সাক্ষী। অতীতের স্মৃতি হাতড়ে সে গল্প শোনাতে গিয়ে হাসি চেপে রাখতে পারেননি ধোনি।

| Updated on: Oct 28, 2024 | 8:05 PM
Share
ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া আইসিসির তিন ট্রফি -চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ জিতেছিল। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া আইসিসির তিন ট্রফি -চ্যাম্পিয়ন্স ট্রফি, ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ জিতেছিল। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

1 / 8
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এক সময় ধমক দিয়ে তাঁর স্ত্রী সাক্ষী ক্রিকেটের নিয়ম নিয়ে কিছু কথা বলেছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এক সময় ধমক দিয়ে তাঁর স্ত্রী সাক্ষী ক্রিকেটের নিয়ম নিয়ে কিছু কথা বলেছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

2 / 8
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে স্মৃতির পাতা উল্টে ধোনি জানিয়েছেন, সেই গল্প যখন সাক্ষী ও মাহি একসঙ্গে বলে একটি ক্রিকেট ম্যাচ দেখছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে স্মৃতির পাতা উল্টে ধোনি জানিয়েছেন, সেই গল্প যখন সাক্ষী ও মাহি একসঙ্গে বলে একটি ক্রিকেট ম্যাচ দেখছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

3 / 8
মাহি সেই সময়ের কথা মনে করে বলেন, 'একটা ম্যাচ দেখছিলাম। যতটা মনে পড়ছে ওডিআই ম্যাচ ছিল। আমার সঙ্গে সাক্ষীও ছিল। সচরাচর আমি ও সাক্ষী ক্রিকেট নিয়ে বেশি কথা বলি না।' কিন্তু সেদিন তাঁদের ক্রিকেট নিয়ে কথা হয়েছিল। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

মাহি সেই সময়ের কথা মনে করে বলেন, 'একটা ম্যাচ দেখছিলাম। যতটা মনে পড়ছে ওডিআই ম্যাচ ছিল। আমার সঙ্গে সাক্ষীও ছিল। সচরাচর আমি ও সাক্ষী ক্রিকেট নিয়ে বেশি কথা বলি না।' কিন্তু সেদিন তাঁদের ক্রিকেট নিয়ে কথা হয়েছিল। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

4 / 8
ধোনি জানান, তিনি ও সাক্ষী যে ম্যাচটি দেখছিলেন, তাতে বোলার ডেলিভারি দেন। সেটা ছিল ওয়াইড। আর ব্যাটার স্টাম্পড আউট হয়। এরপর ধোনি বলেন, 'আজকাল তো সব আম্পায়াররা থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেন। সে বারও তাই হয়েছিল।'(ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

ধোনি জানান, তিনি ও সাক্ষী যে ম্যাচটি দেখছিলেন, তাতে বোলার ডেলিভারি দেন। সেটা ছিল ওয়াইড। আর ব্যাটার স্টাম্পড আউট হয়। এরপর ধোনি বলেন, 'আজকাল তো সব আম্পায়াররা থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত নেন। সে বারও তাই হয়েছিল।'(ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

5 / 8
সাক্ষী এরপর ধোনিকে বলেন, এটা তো আউট নয়। মাহি জানান, যতক্ষণে সাক্ষী বলেন যে ব্যাটার আউট ছিলেন না। ততক্ষণে ব্যাটার প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করে দেয়। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

সাক্ষী এরপর ধোনিকে বলেন, এটা তো আউট নয়। মাহি জানান, যতক্ষণে সাক্ষী বলেন যে ব্যাটার আউট ছিলেন না। ততক্ষণে ব্যাটার প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করে দেয়। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

6 / 8
ধোনিকে এরপর সাক্ষী আরও জোর দিয়ে জানান, ওই ব্যাটারকে আবার মাঠে ডেকে নেওয়া হবে। ওয়াইড ডেলিভারিতে স্টাম্প হতেই পারে না। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

ধোনিকে এরপর সাক্ষী আরও জোর দিয়ে জানান, ওই ব্যাটারকে আবার মাঠে ডেকে নেওয়া হবে। ওয়াইড ডেলিভারিতে স্টাম্প হতেই পারে না। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

7 / 8
সাক্ষীর এমন কথা শোনার পর ধোনি বলেন, 'ওয়াইড বলে স্টাম্পিং হতে পারে, কিন্তু নো বলে সেটা হয় না।' যা শুনে সাক্ষী বলেন, 'তুমি কিছুই জানো না। থার্ড আম্পায়ার আবার ডাকবে ওই ব্যাটারকে। তুমি শুধু দেখো।' এরপর ওই ব্যাটার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর যখন অপর ব্যাটার মাঠে প্রবেশ করেন সেই সময় সাক্ষী বলেন, 'ওখানে নিশ্চয়ই কিছু গোলমাল রয়েছে।' এ গল্প বলতে বলতে হাসতে থাকেন ধোনি। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

সাক্ষীর এমন কথা শোনার পর ধোনি বলেন, 'ওয়াইড বলে স্টাম্পিং হতে পারে, কিন্তু নো বলে সেটা হয় না।' যা শুনে সাক্ষী বলেন, 'তুমি কিছুই জানো না। থার্ড আম্পায়ার আবার ডাকবে ওই ব্যাটারকে। তুমি শুধু দেখো।' এরপর ওই ব্যাটার মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর যখন অপর ব্যাটার মাঠে প্রবেশ করেন সেই সময় সাক্ষী বলেন, 'ওখানে নিশ্চয়ই কিছু গোলমাল রয়েছে।' এ গল্প বলতে বলতে হাসতে থাকেন ধোনি। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট এক্স)

8 / 8