আবদার না মানায় উত্তমের ছবি ছাড়লেন মাধবী, তারপরেই সুপ্রিয়ার এন্ট্রি, সেদিন কী ঘটেছিল শুটিং ফ্লোরে?
সরাসরি উত্তমের দোষ না থাকলেও, চোখের উপর পুরো কাণ্ড দেখে, উত্তম চুপ থাকায়, মহানায়কের উপরে রীতিমতো রেগে গিয়েছিলেন মাধবী।

সেই সময় শোনা যেত, উত্তম কুমার পর্দায় যতটা অভিনেত্রীদের সঙ্গে রোমান্টিক হতেন না কেন, বাস্তব জীবনে বেশিরভাগ নায়িকাদের সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল তাঁর। অনেকে তো তাঁকে উত্তমদা বলেও ডাকতেন। এমনকী, শোনা যায়, যখনই কোনও নায়িকা, কোনও কারণেই সমস্যা পড়তেন, সে কথা উত্তমের কানে গেলে, উত্তম সাহায্য করতে এগিয়ে আসতেন। তিনি ইন্ডাস্ট্রির মহানায়ক হলেও, তাঁর আচরণ ছিল একেবারে মাটির মানুষের মতো। কিন্তু তবুও জেনে শুনে উত্তমের সুপারহিট ছবি থেকে বেরিয়ে গিয়েছিলেন মাধবী মুখোপাধ্য়ায়। সরাসরি উত্তমের দোষ না থাকলেও, চোখের উপর পুরো কাণ্ড দেখে, উত্তম চুপ থাকায়, মহানায়কের উপরে রীতিমতো রেগে গিয়েছিলেন মাধবী।
ঠিক কী ঘটেছিল?
সময়টা সাতের দশক। পরিচালক গোষ্ঠী অগ্রগামীর তরফে বিলম্বিত লয় নামের এক ছবি তৈরি করার কথা চলছিল। পরিচালক সরোজ দে চেয়েছিলেন এই ছবিতে জুটি বাঁধুক উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায়। কেননা, তার কয়েক দিন আগেই শঙ্খবেলা ছবিতে উত্তম-মাধবী জুটিকে পছন্দ করেছিল দর্শক। ছবিও হয়েছিল সুপারহিট। তাই সেই আশা নিয়েই উত্তম ও মাধবীর কাছে চিত্রনাট্য নিয়ে গেলেন পরিচালক সরোজ দে। চিত্রনাট্য পড়েই পরিচালককে হ্য়াঁ করে দিলেন উত্তম। মাধবীও হলেন রাজি। তবে শুটিংয়ের প্রথম দিনই শুরু গণ্ডগোল!
এক বিনোদনমূলক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ছবির শুটিং শুরুর প্রথমদিনই মাধবী একজন হেয়ার স্টাইলিস্টকে নিয়ে আসেন ফ্লোরে। পরিচালককে নায়িকা সোজা বলেন, এই হেয়ার ড্রেসার আমার চুল বাঁধবে ছবিতে। মাধবীর মুখে এমন কথা শুনে প্রথমে অবাক হয়েছিলেন পরিচালক সরোজ দে। তারপরই মাধবীকে সোজা জানিয়ে দেন, আলাদা করে মেকআপ ম্য়ানের পারিশ্রমিক দেওয়া যাবে না। পুরো ইউনিটের মেকআপ যে করবে, তাঁকে দিয়েই মেকআপ করাতে হবে। শুটিং ফ্লোরে সবার সামনে পরিচালক এমনটা বলায় স্বাভাবিকভাবে খুব অপমানিত হয়েছিলেন মাধবী। এরপরই ফ্লোর ছেড়ে তিনি বেরিয়ে যান, আর পরিচালককে জানিয়ে দেন, তিনি আর এই ছবি করছেন না। সেদিন নাকি পুরো বিষয়টি উত্তম চাক্ষুষ করেছিলেন, কিন্তু পরিচালকের মুখের উপর কিচ্ছুটি বলেননি।
এই ঘটনার পরই বিলম্বিত লয় ছবিতে এন্ট্রি নেন অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী। সুপ্রিয়ার অভিনয় মন কেড়েছিল সরোজ দেরও। ছবিটিও পরে সুপারহিট হয়।
