‘এখানে আমাকে দেখা যাবে না’, ‘বিজয় ৬৯’ নিয়ে এ কী বললেন অনুপম?

Anupam Kher: আজ তিনি প্রবীণ, যদিও বয়সের ভার তাঁকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। তিনি আজও ২৮ বছরের এনার্জিতেই ক্যামেরার সামনে ধরা দেন। যে কোনও বয়সের অভিনেতাকেই কড়া টক্কর দিয়ে আজও তিনি বাজিমাত করতে সক্ষম।

'এখানে আমাকে দেখা যাবে না', 'বিজয় ৬৯' নিয়ে এ কী বললেন অনুপম?
Follow Us:
| Updated on: Nov 10, 2024 | 3:59 PM

অনুপম খের, বলিউডের অন্যতম দাপুটে অভিনেতা। ২৮ বছর বয়স থেকেই বলিউডের যাত্রা শুরু। একের পর এক ছবিতে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। আজ তিনি প্রবীণ, যদিও বয়সের ভার তাঁকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। তিনি আজও ২৮ বছরের এনার্জিতেই ক্যামেরার সামনে ধরা দেন। যে কোনও বয়সের অভিনেতাকেই কড়া টক্কর দিয়ে আজও তিনি বাজিমাত করতে সক্ষম। একাই একটা ছবি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। ‘কাশ্মীর ফাইলস’ যার জ্বলন্ত উদাহরণ।

বর্তমানে তিনি ‘বিজয় ৬৯’ ছবির প্রশংসায় ভাসছেন। ওটিটি-তে ঝড় তুলেছে এই ছবি। সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অনুপম বলেন, “আমার বয়স তখন মাত্র ২৮ বছর ছিল, যখন আমি শুরু করেছিলাম। তখন মানুষ আমায় চিনত না। আমি এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছিলাম। সকলে মনে করেছিলেন পর্দার ব্যক্তি সত্যি একজন বৃদ্ধ। একইভাবে যদি আপনি ‘বিজয় ৬৯’ দেখেন, সেখানে আমাকে দেখা যাবে না। এটাই আমার কাছে প্রাপ্য। কারণ, এখানে আমি ৬৯ বছরের এক বৃদ্ধের চরিত্রে ২৮ বছরের এনার্জি উজার করে দিয়েছি।”

মাত্র ২৮ বছর বয়সে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন অনুপম। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ৪০ বছরে ৫৪০টি ছবি করে ফেলেছেন তিনি। সম্প্রতি সারাংশের ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুপমকে এক বিশেষ উপহার দিয়েছেন মহেশ ভাট। পাল্টা কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি অনুপম। সদ্য মুক্ত পেয়েছে তাঁর ছবি ‘বিজয় ৬৯’। ছবিটি এই মুহূর্তে নেটফ্লিক্সে স্ট্রিম করছে।