রাজদীপ-তন্বীর সম্পর্কে ভাঙন? টলিপাড়ায় শুরু চর্চা
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তন্বীর কিছু পোস্ট থেকে মনে করা হচ্ছে, সম্পর্কে ভাঙন হতে পারে। তবে তা নিশ্চিত করা যাচ্ছে না। অনেক সময়ে সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনও যোগ থাকে না। এমন হতে পারে দু'জনের সম্পর্ক একেবারে ঠিক আছে। এই মুহূর্তে 'চিরদিনই তুমি যে' আমার ধারাবাহিকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত তন্বী।

টলিপাড়ার দুই অভিনেতা-অভিনেত্রী রাজদীপ গুপ্ত আর তন্বী লাহা রায় যে প্রেম করছেন, সে কথা নিজেরা ঘোষণা করেছিলেন। ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি ভাগ করে নিতেন তাঁরা। আবার সাক্ষাত্কারে এমন প্রসঙ্গ উঠলে এড়িয়ে যাননি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তন্বীর কিছু পোস্ট থেকে মনে করা হচ্ছে, সম্পর্কে ভাঙন হতে পারে। তবে তা নিশ্চিত করা যাচ্ছে না। অনেক সময়ে সোশ্যাল মিডিয়া পোস্টের সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনও যোগ থাকে না। এমন হতে পারে দু’জনের সম্পর্ক একেবারে ঠিক আছে। এই মুহূর্তে ‘চিরদিনই তুমি যে’ আমার ধারাবাহিকের শুটিং নিয়ে বেশ ব্যস্ত তন্বী। সেখানে ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাচ্ছে। জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের মাঝে রয়েছে তন্বীর চরিত্র। দুই সুন্দরীর কার সঙ্গে নায়কের প্রেম হবে শেষ পর্যন্ত সেটাই দেখার। তবে ব্যক্তিগত জীবন প্রসঙ্গে জানার জন্য তন্বীকে যোগাযোগ করা হলেও, তিনি কোনও মন্তব্য করেননি। একইভাবে রাজদীপ এই বিষয়টা নিয়ে কথা বলতে চাননি।
টলিপাড়ায় এর আগেও প্রেম হয়েছে রাজদীপের। তন্বী আগে যে সম্পর্কে ছিলেন, সেটা নিয়েও রাখঢাক করেননি সোশ্যাল মিডিয়াতে। তবে এবার রাজদীপ-তন্বীর সম্পর্ক যখন গড়ে ওঠে, সেটা অনুরাগীদের বিশেষ পছন্দের ছিল। তাই অনেক অনুরাগী চান, সম্পর্কে টুকটাক অশান্তি হলেও, তাঁরা যেন একসঙ্গে থাকেন। সম্প্রতি রাজদীপ-তন্বী একসঙ্গে কোনও ছবি পোস্ট করেননি। রাজদীপ যে শহরের বাইরে গিয়েছিলেন, সেটা সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকে স্পষ্ট। আগামী দিনে অভিনেতা-অভিনেত্রী একসঙ্গে থাকবেন, নাকি তাঁদের পথ আলাদা হবে, সেটা দেখার অপেক্ষা। সম্পর্কে ভাঙন জুড়তে যে বেশি সময় লাগে না, সেটা অতীতে দেখা গিয়েছে, এই টলিপাড়াতে।
