আল্লুর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি, বললেন…
'পুষ্পা ২' নিয়ে দর্শক মনে উত্তেজনার শেষ নেই। প্রথম একসপ্তাহেই কোটি কোটি টাকা লাভ করেছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির পর থেকে বিস্তর বিতর্কে জড়িয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত।
‘পুষ্পা ২’ নিয়ে দর্শক মনে উত্তেজনার শেষ নেই। প্রথম একসপ্তাহেই কোটি কোটি টাকা লাভ করেছে এই ছবি। কিন্তু ছবি মুক্তির পর থেকে বিস্তর বিতর্কে জড়িয়েছেন অভিনেতা আল্লু অর্জুন। প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। নায়ককে ছেড়ে কথা বলেননি কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি। এবার আল্লুর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন ডেপুটি চিফ মিনিস্টার তথা অভিনেতা পবন কল্যাণ। তিনি বলেন,”যেটা ঘটেছে, তা অনেক সহজেই সমাধন হতে পারতে। কিন্তু যেটা হচ্ছে, বা করা হয়েছে, তা সত্যিই উচিত নয়। অত্য়ন্ত দুঃখজনক ঘটনা।
পুলিশ যে পদক্ষেপ করেছে, তা একেবারেই আইন মেনে। রাজ্যের নিরাপত্তার কথা মাথায় রেখেই তাঁরা সমস্ত কাজ করেছে। আইন তো সবারই জন্যই সমান। এমনকী, আল্লুরও কোনও দোষ নেই। একজন স্টার কোথাও গেলে, অনুরাগীরা তো ঝাঁপিয়ে পড়বেনই। আর সবচেয়ে বড় ব্যাপার, আল্লু তো প্রথমেই জানতই না এমন ঘটেছে। দুর্ঘটনার দুদিন পরে আল্লুর কানে গিয়ে পৌঁছয়।”
উল্লেখ্য, ৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের। যেখানে ‘পুষ্পা ২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণ করেছিলেন আল্লু অর্জুন। এবার সেই কাণ্ডেই গ্রেফতার হন সুপারস্টার। ঘটনার আট দিনের মাথায় বাড়ি থেকে অভিনেতাকে তুলে নিয়ে যাওয়া হল।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যদিও একশ্রেণি এতে অভিনেতার দোষ কোথায়? একজনকে ভালবেসে শত-শত মানুষ ভিড় জমিয়েছেন, তাঁকে দেখার ইচ্ছে থেকে, সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সত্যি কি সুপারস্টারের ওপর দায় বর্তায়? নাকি ম্যানেজমেন্ট দায়ী? নিরাপত্তা ব্যবস্থা দেখার দায়িত্বে যাঁরা ছিলেন, প্রশ্ন উঠছে তাঁদের ভূমিকা ঘিরে। যদিও বিষয়টা থেকে বিন্দুমাত্র নিজেকে সরিয়ে রাখতে চাননি অভিনেতা। তিনি সমবেদনা প্রকাশ করে মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছেন বলে খবর।