‘আমি মদ খেয়ে গান গাই স্টেজে উঠে…’, কোন সত্যি জানালেন রূপঙ্কর
রূপঙ্কর খোলসা করেছেন, তাঁর সঙ্গে কাজ করেন যেসব মিউজিশিয়ানরা, তাঁদের অনেকে প্রশ্ন করেছেন গায়ক যখন শো করেন, তখন স্টেজে মদ খেয়ে ওঠেন কিনা সেই বিষয়ে। কিন্তু তাঁরাও বুঝিয়ে দিয়েছেন, এরকম কিছু ঘটে না। আসলে রূপঙ্কর বাগচীর গান গাওয়া নিয়ে টলিপাড়ায় সকলেই ধন্য-ধন্য করেন।

সম্প্রতি একটা পডকাস্টে গায়ক রূপঙ্কর বাগচীকে প্রশ্ন করা হয়েছিল, নিজের সম্পর্কে কোন ভুল কথা শুনেছেন গায়ক। তাতে রূপঙ্কর বলেছেন, ”আমি মদ খেয়ে গান গাই স্টেজে উঠে। এটা সম্পূর্ণ ভুল। মদ খেয়ে উটে স্টেজে কখনওই গান গাওয়া সম্ভব নয়। আমি মদ খাই না তা নয়। খেলেও এক-দু’ পেগ মদ খাই। তার বেশি সহ্য হয় না। তবে অল্প মদ খেলেই যেভাবে উল্টোপাল্টা বলতে শুরু করি, সেখানে মদ খেয়ে স্টেজে গান গাওয়া কখনওই সম্ভব নয়।”
রূপঙ্কর খোলসা করেছেন, তাঁর সঙ্গে কাজ করেন যেসব মিউজিশিয়ানরা, তাঁদের অনেকে প্রশ্ন করেছেন গায়ক যখন শো করেন, তখন স্টেজে মদ খেয়ে ওঠেন কিনা সেই বিষয়ে। কিন্তু তাঁরাও বুঝিয়ে দিয়েছেন, এরকম কিছু ঘটে না। আসলে রূপঙ্কর বাগচীর গান গাওয়া নিয়ে টলিপাড়ায় সকলেই ধন্য-ধন্য করেন। তবে গায়ক একটা ভয়ঙ্কর বিতর্কে জড়িয়ে পড়েছিলেন নামী গায়ক কেকে-র মৃত্যুর সময়ে।
কেকে শহরে এসেছিলেন শো করতে। তাঁর শো নিয়ে বাঙালিদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতো। এর মধ্যে হঠাত্ রূপঙ্কর একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে এই উচ্ছ্বাসের কারণ খুঁজে না পেয়ে তিনি বলেন, ‘হু ইজ কেকে ম্যান?’ সেই অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন কেকে। তাঁর মৃত্যু হয়। অনেকে মনে করেছিলেন, রূপঙ্কর সেদিন হয়তো ভেবেচিন্তে এই কথা বলার অবস্থায় ছিলেন না। তারপর থেকে রটে গিয়েছে, শো করার সময় রূপঙ্কর মদ খেয়ে থাকেন। কিন্তু সেটা যে একেবারে সত্য়ি নয়, তা স্পষ্ট করে দিলেন গায়ক।





