‘রাগে ফোন ভেঙে দিয়েছিলেন দীপিকা’, রণবীর কাপুর সত্যি ফাঁস করেছিলেন
দীপিকা পাড়ুকোন গত সাত বছরে যেভাবে কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে বা সাক্ষাত্কারে, তাতে তাঁকে বেশ ধীর-স্থির-শান্ত বলে মনে হয়। তবে দীপিকাকে নিয়ে রণবীর কাপুরের একটা পুরোনো ভিডিয়ো ইদানীং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে রণবীর দীপিকা সম্পর্কে একটা সত্য ফাঁস করেছিলেন।

দীপিকা পাড়ুকোন গত সাত বছরে যেভাবে কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে বা সাক্ষাত্কারে, তাতে তাঁকে বেশ ধীর-স্থির-শান্ত বলে মনে হয়। তবে দীপিকাকে নিয়ে রণবীর কাপুরের একটা পুরোনো ভিডিয়ো ইদানীং ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে রণবীর দীপিকা সম্পর্কে একটা সত্য ফাঁস করেছিলেন।
একটা প্রশ্নের উত্তর দেওয়ার সময় দীপিকা রণবীরের পাশে বসেই, তাঁকে থামানোর চেষ্টা করেন। বলেন, ”আমিও কিন্তু সব বলে দেবো।” কিন্তু রণবীর তাতে মোটেই ভয় পাননি। রণবীর বলেন, দীপিকাকে কেউ আটকাচ্ছে না কিছু বলে দেওয়ার জন্য। রণবীর ফাঁস করেন, ”একদিন দীপিকা ফোনে কিছু একটা অর্ডার করছিল। আমি ওঁর সঙ্গে খুনসুটি করছিলাম। তাতে রেগে গিয়ে ও ফোনটা ফেলে ভেঙে দিয়েছিল। দীপিকার এই দিকটা কিন্তু প্রায় কেউ জানেন না।” এই কথা শুনে দীপিকা পাশ থেকে বলেন, সেদিন সত্যিই রণবীর কাপুর তাঁকে বিরক্ত করেছিলেন।
দীপিকা এই সাক্ষাত্কারে এটাও দাবি করেন, রণবীরের মধ্যে কোনও আবেগ নেই। একটা সময়ে দীপিকা-রণবীরের প্রেম ছিল গভীর। তবে দীপিকার অভিজ্ঞতা ভালো ছিল না। তাই রণবীর-দীপিকার ব্রেকআপ হয়ে যায়। এখন অবশ্য জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। রণবীর কাপুর সুখে সংসার করছেন আলিয়া ভাটের সঙ্গে। আবার দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং তাঁদের মেয়েকে বড় করছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় এমন পুরোনো ভিডিয়ো ভাইরাল।
এই সাক্ষাত্কারেই রণবীর আরও একটা মজার জিনিস সকলের সামনে এনেছিলেন। দীপিকার যে মশালা দোসা খাওয়ার নেশা রয়েছে, সে কথা ফাঁস করেছিলেন নায়ক।
