AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এর থেকে বেশি তুমি কী চাও?’ অসন্তুষ্ট অভিষেককে বাগে আনতে চোখ রাঙানি ঐশ্বর্যর

Relationship Controversy: নির্দিষ্ট কিছু সেক্টর ছাড়া কোথাও কোনও কাজ হচ্ছিল না। যার প্রথম কোপ পড়েছিল বিনোদন জগতের ওপরই। এমনই অবস্থায় অভিষেক বচ্চনও ভেবেছিলেন কীভাবে কী হবে?

'এর থেকে বেশি তুমি কী চাও?' অসন্তুষ্ট অভিষেককে বাগে আনতে চোখ রাঙানি ঐশ্বর্যর
| Updated on: Jan 20, 2025 | 11:51 AM
Share

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, বলিউডের অন্যতম চর্চিত জুটি। বিয়ের পরই যেন বি-টাউন থেকে মুখ ফিরিয়েছেন ঐশ্বর্য, আদপে কি তাই! নাকি বি-টাউন মুখ ফিরিয়েছে তাঁর থেকে? যে উত্তর আজও স্পষ্ট নয়। তবে একটা সময় এটা স্পষ্ট হয়ে গিয়েছিল, হাতে আসা বড় ছবির প্রস্তাব ফেরাতে তিনি ছিলেন নারাজ। বচ্চন পরিবারের বউ, তাই কোনও ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা যাবে না, এমনটাই ছিল নির্দেশ। কিন্তু কোথাও গিয়ে যেন সেই ঝুঁকিটা নিতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য বলিউডে ফেরার জন্য। তবে করোনা কালে সকলেই প্রায় বাড়িতে বসে গিয়েছিলেন। নির্দিষ্ট কিছু সেক্টর ছাড়া কোথাও কোনও কাজ হচ্ছিল না। যার প্রথম কোপ পড়েছিল বিনোদন জগতের ওপরই। এমনই অবস্থায় অভিষেক বচ্চনও ভেবেছিলেন কীভাবে কী হবে?

যে পরিস্থিতি খুব যত্নের সঙ্গে সামলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘করোনার সময় আমার বাবা, আমার স্ত্রী আমার মেয়ে ও আমি সকলে একই সম হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সকলের মধ্যে আমি শেষে বাড়ি ফিরেছিলাম। যখন আমি বাড়ি ফিরেছিলাম, ও (ঐশ্বর্য) আমায় বলেছিল– তুমি জানো আমরা কত ভাগ্যবান, আমরা সকলেই এখনও আছি। অনেক পরিবার আছে যাঁরা করোনায় শিকার। কিন্তু আমি বলেছিলাম– তুমি ঠিক, কারণ আমি ভাবছিলাম বাড়িতেই বসে আছি, কাজ হচ্ছে না। রোজগার কোথা থেকে হবে? তখন ঐশ্বর্য বলেছিল– তুমি একটা সুস্থ পরিবার পেয়েছ, এর থেকে বেশি তুমি কী চাও!’

অর্থাৎ যেখানে মানুষের জীবন নিয়ে টানাটানির পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন অভিষেক বচ্চন কাজ না থাকার চিন্তা করেছিলেন। সেই সময় পাশে ছিলেন ঐশ্বর্য, মনের জোর বাড়িয়েছিলেন স্বামীর।