ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ! কবে ফ্লোরে ‘পুষ্পা ৩’?
Pushpa 3: পরিচালক সুকুমার এই ছবিকে যেভাবে লালন পালন করেছেন,তাতে 'পুষ্পা ৩' যে রাতারাতি তৈরি করা সম্ভবপর হবে না, তা জানাই ছিল।

‘পুষ্পা’, দক্ষিণী সিনেপাড়ার অন্যতম সফল প্রজেক্ট। আল্লু অর্জুনকে রাতারাতি এই ছবি প্যান ইন্ডিয়া স্টার তৈরি করে দিয়েছে এই ছবি। বক্স অফিসে উপচে পড়েছে লক্ষ্মী। গোটা দেশ জুড়ে পুষ্পা রাজের যে ছবি দেখেছে দর্শক, তাতে বলা চলে, ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম সফল ছবিগুলোর মধ্যে এটি একটি। যে ছবির পিছনে ইতিমধ্যেই ৬ বছরের বেশি সময় ব্যয় করেছে গোটা টিম। পরিচালক সুকুমার এই ছবিকে যেভাবে লালন পালন করেছেন,তাতে ‘পুষ্পা ৩’ যে রাতারাতি তৈরি করা সম্ভবপর হবে না, তা জানাই ছিল।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ মুক্তির জন্যই দর্শকদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল। এবার পালা পুষ্পা ৩ ছবির। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। যদিও পরিচালক এখন এই ছবি থেকে কিছুটা বিরতি নিয়েছেন। কাটাচ্ছেন পরিবারের সঙ্গে সময়। পাশাপাশি তাঁর আগামী ছবি RC17 সকলের নজরে। যেখানে রাম চরণকে দেখা যাবে নায়কের ভূমিকায়। বর্তমানে সেই ছবির কাজেই ব্যস্ত তিনি।
‘জাত’ ছবির ট্রেলার লঞ্চে এসে রবি শঙ্কর কথা প্রসঙ্গে যদিও এড়িয়ে গেলেন না ‘পুষ্পা ৩’ ছবির কথা। ‘পুষ্পা ২’ ছবির শেষেই স্পষ্ট ইঙ্গিত ছিল আসতে চলেছে ‘পুষ্পা ৩’। তবে এখনই নয়। পরিচালক সুকুমার জানান, এখন চিত্রনাট্যের কাজ চলছে। দুই বছর পর এই ছবির কাজ পুরো দমে শুরু হবে।





