কবে আসতে পারে ‘খাদান টু’? টলিপাড়ায় কোন চর্চা জেনে নিন
২০২৪-এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল 'খাদান'। দেবের এই বাংলা বাণিজ্যিক ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। দেবের সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে। এই ছবি এতটাই পছন্দ হয়েছিল দর্শকের, যে তাঁরা প্রথম থেকেই প্রশ্ন করেছেন কবে আসবে ছবিটির সিক্যোয়েল। দেবের প্রযোজনা সংস্থার সঙ্গেই এই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল 'সুরিন্দর ফিল্মস'।

২০২৪-এর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘খাদান’। দেবের এই বাংলা বাণিজ্যিক ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। দেবের সঙ্গে সেই ছবিতে দেখা গিয়েছে যিশু সেনগুপ্তকে। এই ছবি এতটাই পছন্দ হয়েছিল দর্শকের, যে তাঁরা প্রথম থেকেই প্রশ্ন করেছেন কবে আসবে ছবিটির সিক্যোয়েল। দেবের প্রযোজনা সংস্থার সঙ্গেই এই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল ‘সুরিন্দর ফিল্মস’।
টলিপাড়ায় চর্চা আগামী বড়দিনে ‘খাদান টু’ বড়পর্দায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। সুজিত দত্ত পরিচালনা করেছিলেন এই ছবির। ‘খাদান’-এর পরবর্তী অংশের শুটিং কবে হতে পারে, তা নিয়ে কিছু ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থার তরফে। সুপারস্টার দেবের তরফেও এই বিষয়ে কোনও ঘোষণা আসেনি। তবে টলিপাড়ায় চর্চা, বহু প্রতীক্ষিত এই ছবি দেখা যেতে পারে ২০২৬-এর বড়দিনে। বড়দিনের আগে দুর্গাপুজোতে কি আসতে পারে ছবিটা? এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আগামী বছরের দ্বিতীয়ভাগে যাতে আসতে পারে ছবিটা, সেই মতো প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এই বছর অগাস্টে মুক্তি পাবে দেবের ‘ধূমকেতু’। দুর্গাপুজোতে আসবে ‘রঘু ডাকাত’। ‘প্রজাপতি টু’ আসবে বড়দিনে সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এর মধ্যে অগাস্টে যে ছবিটা আসবে তার শুটিং হয়ে গিয়েছিল দশ বছর আগে। ‘রঘু ডাকাত’-এর শুটিং শেষ হয়ে গিয়েছে সম্প্রতি। ‘প্রজাপতি টু’ ছবির শুটিং সামনে শুরু হওয়ার কথা। ‘খাদান টু’-র পর সুপারস্টার দেবের ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। সব ক’টা ছবিই বড় বিনিয়োগের। তা নিয়ে নিয়মিত চর্চা চলছে টলিপাড়ার অন্দরে।





