AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সাবধান!’ সলমনকে মারের দৃশ্য শুটের আগেই নায়িকাকে চোখ রাঙানি বডিগার্ডের

সলমন খানের বোল খুললেন নায়িকা। 'তেরে নাম' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেই ছবির সেটে কী ঘটেছিল শুনলে চমকে উঠবেন। ছবি থেকে বাদ দেওয়ার কথা ওঠে ইন্দিরাকে? কী বললেন নায়িকা? চলুন জেনে নেওয়া যাক। 

'সাবধান!' সলমনকে মারের দৃশ্য শুটের আগেই নায়িকাকে চোখ রাঙানি বডিগার্ডের
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 8:14 PM
Share

ইন্দিরা কৃষ্ণা, গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে এই একটাই নাম বারবার ফিরে আসছে। কারণ একটাই, শোনা যাচ্ছে তিনি নাকি অংশগ্রহণ করতে চলেছেন বিগ বস-এ। আর এরই মাঝে ভাইরাল হল তাঁর এক ভিডিয়ো। যেখানে সলমন খানের বোল খুললেন নায়িকা। ‘তেরে নাম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেই ছবির সেটে কী ঘটেছিল শুনলে চমকে উঠবেন। ছবি থেকে বাদ দেওয়ার কথা ওঠে ইন্দিরাকে? কী বললেন নায়িকা? চলুন জেনে নেওয়া যাক।

ছবিতে একটা দৃশ্য ছিল যেখানে ইন্দিরাকে চড় মারতে হবে সলমন খানকে। এই ধরনের দৃশ্য যে কোনও ছবির ক্ষেত্রে নতুন নয়। তবে এক্ষেত্রে রীতিমতো অবাক করা ঘটনা ঘটে নায়িকার সঙ্গে।  এক সাক্ষাৎকারে ইন্দিরা বলেন, “হঠাৎ ওঁর বডিগার্ড এসে বলল, দেখুন ম্যাডাম, আপনি কিন্তু একটু সাবধানে চড় মারবেন। তেমন কিছু হয়ে গেলে ভাই (সলমন) খুব রেগে যাবেন। এরপর যা ঘটল, আমার হাত সত্যি ওঁর গালে লেগে যায়। আর হঠাৎ সলমন বলে ওঠেন– কাট-কাট। ওঁর বডিগার্ড এসে বলল– ম্যাম আপনি বাইরে বেরবেন না। সাংবাদিকরা দাঁড়িয়ে ছিলেন। আপনি চড় মেরে দিয়েছেন, কী কাণ্ড ঘটিয়ে ফেললেন? সলমন শুটিং-এর জন্যে যেতে চাইছেন না। খুব সমস্যা হচ্ছে, আপনি বেরবেন না। দেড় ঘন্টা ধরে চলল এই সব। এরপর সলমন এল। বলল– আপনি ঠিক করেননি। তারপর বলল– আমি কিছু ভেবেছি, আপনি আর এখানে কাজ করতে পারবেন না। আমি ভাবলাম, ‘মানে!’ আর তারপরই সকলে মিলে বলে উঠল, এটা ‘প্র্যাঙ্ক’! অর্থাৎ মজা।”