Ajay Devgn: এক মজার প্রশ্ন শুনেই মুহূর্তে ছবির নাম বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন অজয়, মে ডে হয়েছিল রানওয়ে ৩৪

Runway 34: মূল থিমের সঙ্গে ছবির নামের অমিল নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছিলেন অজয় দেবগণ। জানিয়ে ছিলেন মে ডে নাম থেকে কি আদেও বোঝা যাচ্ছে ছবির আসল সারমর্ম!

Ajay Devgn: এক মজার প্রশ্ন শুনেই মুহূর্তে ছবির নাম বদলের সিদ্ধান্ত নিয়েছিলেন অজয়, মে ডে হয়েছিল রানওয়ে ৩৪
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 7:27 AM

গত তিন বছর ধরে মে ডে ছবি নিয়ে নানা জল্পনা তুঙ্গে। রাকুল প্রীত সিং সঙ্গে অজয় দেবগণ ও অমিতাভ বচ্চন জুটি। এক কথায় বলতে গেলে ছবির মূল থিমের সঙ্গে ছবির নামের অমিল নিয়ে বারে বারে প্রশ্ন তুলেছিলেন অজয় দেবগণ। জানিয়ে ছিলেন মে ডে নাম থেকে কি আদেও বোঝা যাচ্ছে ছবির আসল সারমর্ম! সাধারণ মানুষ কি বুঝতে পারছে যে ঠিক কোন থিমে এই ছবিকে তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায় অজট দেবগণের কথা সেভাবে কেউ কানে তোলেনি। সকলের মন্তব্য ছিল ছবির প্রচারেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু কোথাও গিয়ে যেন সেখানেই থেকে যায় ফাঁক। অজয় দেবগণের কথাই সত্য প্রমাণিত হয়।

এক এক জনের মনে প্রশ্ন জাগে ছবি নিয়ে, কেউ কেউ আবার থিম সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারনাই তৈরি করতে পারে না। তবে একটা সময়ের পর ছবির নাম পাল্টাতে বাধ্য হন অজয় দেহগণ। কারণ একটাই প্রশ্ন, একজন অজয় দেবগণকে প্রশ্ন করেছিলেন, যে এই ছবি কি শ্রমিক দিবস বা মে ডে নিয়েই! তখনই অজয় দেবগণ ঠিক করেন যে তিনি নাম পরিবর্তন করে রাখবেন রানওয়ে ৩৪। কারণ সম্পূর্ণ ঘটনাটাই সেই রানওয়েকে কেন্দ্র করে। দর্শকের কাছে ছবির বিষয় বস্তু স্পষ্ট হয়ে যাবে। এখন মুক্তির অপেক্ষায় বাঘা বাঘা ছবি। চরিত্র থেকে চিত্রনাট্য, বিগ রিলিসের ঘনঘটা, এ বলে আমায় দেখ, ও বলে আমায়, সব মিলিয়ে একের পর এক ভালো ছবি মুক্তির তালিকায় নাম লিখিয়ে ভাইরাল। আর সেই লিস্টে যদি থেকে থাকে অমিতাভ বচ্চন ও অজয় দেবগণের নাম, তবে তা বলাই বাহুল্য।

অজয় দেবগন বর্তমানে যেন টিনসেল টাউনে টপিং-এর কাজ করছে। তাঁর খানিক উপস্থিতিতেই বাজিমাত। তবে এবার আর পর্দার ইদের মুক্তিতে থাকছে না ভাইজান দাপট, উল্টে সকলকে তাক লাগিয়ে নয়া লুকে হাজির অজয়-অমিতাভ জুটি। মাঝে সামনে এলো আগামী ছবির খবর রানওয়ে ৩৪। সত্য ঘটনা অবলম্বণে তৈরি এই ছবির মুখ্যচরিত্রে বি-টাউনের দুই স্তম্ভ, অমিতাভ বচ্চন পর্দায় মানেই টান টান উত্তেজনা, সেই সঙ্গে যুক্ত হয়েছেন অজয়, মোশন পোস্টার মুক্তিতেই ভক্তদের চরম ছিল উত্তেজনার পারদ। ২০২০ সালের ডিসেম্বর মাসেই মুক্তির অপেক্ষায় ছবি এই ছবি। করোনা কোপে যা পিছিয়ে যায়, ছবিতে দ্বিতীয় বারের জন্য অজয়ের সঙ্গে জুটি বাঁধলেন রকুল প্রীত সিং। ২০১৫ সালের এক সত্য ঘটনার ভিত্তিতেই তৈরি এই ছবির চিত্রনাট্য। ছবির মুক্তি ২৯ এপ্রিল ২০২২।

আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট

আরও পড়ুন- Bollywood Gossip: ঘাড়ে জুড়ে রণবীর কাপুর, ট্যাটু যন্ত্রণায় জর্জরিত দীপিকা চুকিয়ে ছিলেন ভালবাসার মাসুল

আরও পড়ুন- Samantha Prabhu: সন্তান নিলে ফিগার নষ্ট হবে, দু’-দু’বার বাচ্চা নষ্ট করেছিলেন সামান্থা! কী জানালেন প্রযোজক