একের পর এক নায়িকার বেসুরো গান, গানের গুঁতোয় কান ঝালাপালা!
জাতীয় পুরস্কার পেয়েছেন এমন এক নামী অভিনেত্রীর গানের ভিডিয়ো নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। এরপর টেলিভিশনের অত্যন্ত সফল এক অভিনেত্রীর বেসুরো গানের ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হাসাহাসি হওয়ার কারণে হৃদয় ভেঙেছিল তাঁর অনুরাগীদের।

বাংলা টেলিভিশনের কিছু অভিনেত্রীর গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি তাঁরা বাংলার বিভিন্ন অঞ্চলে স্টেজ শো করতে যান। বাংলা ছবি বা ধারাবাহিকের নায়িকারা চিরকালই এমন সব অনুষ্ঠানে গান গেয়ে টাকা উপার্জন করেছেন। তবে সেসব অনুষ্ঠানের ভিডিয়ো আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হতো না। এখন এসব শো নির্মাণ করছেন যাঁরা, তাঁরাই নায়িকাদের গান গাওয়ার ভিডিয়ো পোস্ট করে দিচ্ছেন। সেই গানের গুঁতোতে কান ঝালাপালা হওয়ার জোগাড় অনুরাগীদের।
জাতীয় পুরস্কার পেয়েছেন এমন এক নামী অভিনেত্রীর গানের ভিডিয়ো নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। এরপর টেলিভিশনের অত্যন্ত সফল এক অভিনেত্রীর বেসুরো গানের ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হাসাহাসি হওয়ার কারণে হৃদয় ভেঙেছিল তাঁর অনুরাগীদের। সম্প্রতি আর একটি ধারাবাহিকের অভিনেত্রী ভয়ঙ্কর বেসুরো গান গেয়েছেন। দুই বোনের গল্প রয়েছে, এমন ধারাবাহিকটি করছিলেন তিনি। আপাতত সেটি বন্ধ। এই তিন অভিনেত্রীর মধ্যে কে সবচেয়ে খারাপ গান গাইতে পেরেছেন, তা জিজ্ঞাসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, তিনজনের গান গাওয়ার ভিডিয়ো।
এতেই শেষ নয়। সম্প্রতি একটি জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা মঞ্চে উঠে গান ধরেছেন, ‘বাতাসে গুনগুন’। আর তাতেই আগুন লেগে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সদ্য একজন নামী পরিচালকের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী। কোথায় খালি প্রশংসা পাওয়ার সময়, তা নয়, এর মধ্যে বেসুরো গান গেয়ে সমালোচনার মুখে পড়লেন! তা বলে সব নায়ক-নায়িকা স্টেজ শোয়ে গান গাওয়া বন্ধ করে দেবেন, এমন তো হতে পারে না। কিন্তু বেসুরো গান যে তাঁদের উন্নতির ছন্দে পতন ঘটাচ্ছে, সেদিকে খেয়াল রাখার অনুরোধ করছেন অনুরাগীরা।
