AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্য কেন থাকতে পারেননি সলমনের সঙ্গে, কী ছিল আসল কারণ?

Aishwarya Rai Bachchan-Salman Khan: সলমন খান হলেন অভিনেতা সেলিম খানের পুত্র। সেলিম খানের রোয়াব তাঁর রক্তেও রয়েছে। মদ্যপান এবং রুক্ষ ব্যবহার ছোট থেকেই ছিল সলমনের। ঐশ্বর্যকে যতই মাথায় করে রাখুন না কেন, তাঁর কিন্তু মাথা গরম হলেই বিপত্তি। ঐশ্বর্যর উপর একাধিকবার চোটপাট করেছিলেন সলমন। ঐশ্বর্য স্বাস্থ্য সচেতন মানুষ। মদ্যপান-ধূমপানের থেকে থাকেন শতহস্ত দূরে।

ঐশ্বর্য কেন থাকতে পারেননি সলমনের সঙ্গে, কী ছিল আসল কারণ?
সলমন এবং ঐশ্বর্য।
| Updated on: May 22, 2024 | 7:30 PM
Share

সলমন খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। এই কথা সকলেই জানেন। সঞ্জয় লীলা ভানশালীর ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে নায়ক- নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন সলমন এবং ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চন। ছবিতে অভিনয় করতে গিয়েই আরও কাছাকাছি চলে এসেছিলেন তাঁরা। কিন্তু সময় যেতে না-যেতেই সম্পর্কে চির ধরতে শুরু করে। ঐশ্বর্য তিতিবিরক্ত হতে শুরু করেন সলমনের উপর। তাঁর এই বিরক্ত হওয়ার কারণ কী ছিল জানেন?

সলমন খান হলেন অভিনেতা সেলিম খানের পুত্র। সেলিম খানের রোয়াব তাঁর রক্তেও রয়েছে। মদ্যপান এবং রুক্ষ ব্যবহার ছোট থেকেই ছিল সলমনের। ঐশ্বর্যকে যতই মাথায় করে রাখুন না কেন, তাঁর কিন্তু মাথা গরম হলেই বিপত্তি। ঐশ্বর্যর উপর একাধিকবার চোটপাট করেছিলেন সলমন। ঐশ্বর্য স্বাস্থ্য সচেতন মানুষ। মদ্যপান-ধূমপানের থেকে থাকেন শতহস্ত দূরে। সলমনের অতিরিক্ত মদ্যপান করার স্বভাবটি তাঁর একেবারেই পছন্দ ছিল না। মদ্যপান করে সলমনের দুর্ব্যবহার তিনি সহ্য করেছিলেন একটা পর্যায় পর্যন্তই। তারপর যখন দেখেন, সেই স্বভাব সলমন কিছুতেই ছাড়তে পারছেন না, তখন তিনি নিজেই সরে এসেছিলেন সলমনের জীবন থেকে। না হলে হয়তো আজ খান পরিবারের পুত্রবধূ হতেন ঐশ্বর্য।

সিমি গরেওয়ালের শোতে এসে ঐশ্বর্য সলমন খান সম্পর্কে অকপট বলেছিলেন যে, সলমনই তাঁর জীবন। সেই সলমনকে তিনি ছাড়তে বাধ্য হয়েছিলেন তাঁর এই দুটি বদ অভ্যাসের কারণে। পরবর্তীতে সলমন ‘আপ কা আদালত’-এ এসে বলেছিলেন, তাঁর প্রেমিকারা তাঁকে ছেড়ে চলে যান তাঁরই দোষে। ঐশ্বর্য যে অভিষেক বচ্চনকে বিয়ে করে বচ্চন পরিবারের বধূ হয়ে সুখে-শান্তিতে ঘর সংসার করছেন, তা দেখে তিনি খুবই খুশি। তবে আজও সলমন ঐশ্বর্যর কথা মনে করলেই আবেগতাড়িত হয়ে পড়েন। এই প্রেমটা তিনি কিছুতেই ভুলতে পারেন না।