ডিভোর্স হচ্ছে ঐশ্বর্য-অভিষেকের!বিতর্কিত পরিস্থিতিতে ক্ষমা চাইলেন অমিতাভ

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 20, 2024 | 9:57 PM

Amitabh Bachchan: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য বচ্চনের ডিভোর্স জল্পনা তুঙ্গে। এরই মধ্যে নিজের সমাজমাধ্য়মের পাতায় হাতজোড় করে ক্ষমা চাইলেন অভিতাভ বচ্চন। গত কয়েক মাসে প্রতিদিন বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত সাংসারিক কলহ নিয়েই আলোচনা হয়েছে বেশি।

ডিভোর্স হচ্ছে ঐশ্বর্য-অভিষেকের!বিতর্কিত পরিস্থিতিতে ক্ষমা চাইলেন অমিতাভ

Follow Us

অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য বচ্চনের ডিভোর্স জল্পনা তুঙ্গে। এরই মধ্যে নিজের সমাজমাধ্য়মের পাতায় হাতজোড় করে ক্ষমা চাইলেন অভিতাভ বচ্চন। গত কয়েক মাসে প্রতিদিন বিভিন্ন কারণে শিরোনামে উঠে এসেছে বচ্চন পরিবারের নাম। বিশেষত সাংসারিক কলহ নিয়েই আলোচনা হয়েছে বেশি। তাই আচমকা বিগবি’র এমন ক্ষমা চেয়ে নেওয়া কিছু়টা হলেও ভাবাচ্ছে তাঁর অনুরাগীদের। এমনিতে নিজেকে তিনি কখনও মেগাস্টার বলে মনে করেন না।

ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলতেই পছন্দ করেন অ্যাংরি ইয়ং ম্যান। তাই সকলের সামনে ক্ষমা চাইতেও বিন্দুমাত্র দ্বিধা বোধ করলেন না। তবে আপনারা যেটা ভাবছেন সেটা একেবারেই নয়। অমিতাভের ক্ষমা চাওয়ার সঙ্গে অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের কোনও সম্পর্ক নেই। সম্পূর্ণ অন্য কারণে এই ভিডিয়োটি পোস্ট করেছেন তিনি। কিন্তু অভিনেতা এমন কী বড় ভুল করে ফেললেন যে ক্ষমা চাইতে বাধ্য হলেন?

 

এটা কয়েক দিন আগের ঘটনা। নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন বিগ বি। যাতে তিনি বলেছিলেন, “আমি আবর্জনা ফেলব না।” এই কথাটি মারাঠি ভাষায় বলতে গিয়েই ভুল উচ্চারণ করে বসেন তিনি। যে ভুলটি ধরিয়ে দেন বিগবি’রই বন্ধু সুদেশ ভোঁসলে। নিজের ভুল জানতে পেরেই সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নেন। সঠিক উচ্চারণের সঙ্গে কথাটি বলেন। সেই সঙ্গে ক্ষমা চেয়ে একটি ভিডিয়োও তৈরি করেন। তাঁর এই ভিডিয়ো দেখে আরও বেশি গদগদ অমিতাভ অনুরাগীরা। নায়কের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Next Article