অপর্ণার ছবি করার পরও চাকরির ইন্টারভিউ দিতে যান কঙ্কনা, কেন জানেন?
সম্প্রতি 'মেট্রো ইন দিনো' ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী কঙ্কনা সেনশর্মাকে। একটি সাক্ষাত্কারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মা অপর্ণা সেনের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা কেমন। সেখানেই একটা মজার কথা কঙ্কনা ভাগ করে নিয়েছেন দর্শকদের সামনে। নায়িকার কথায়, অভিনেত্রী হবেন তিনি কোনওদিন ভাবেননি।

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী কঙ্কনা সেনশর্মাকে। একটি সাক্ষাত্কারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মা অপর্ণা সেনের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা কেমন। সেখানেই একটা মজার কথা কঙ্কনা ভাগ করে নিয়েছেন দর্শকদের সামনে। নায়িকার কথায়, অভিনেত্রী হবেন তিনি, কোনওদিন ভাবেননি। মায়ের পরিচিত, সেই কারণেই সুব্রত সেনের ছবিতে কাজ করেছিলেন তিনি। একইভাবে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেন। এরপর ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ তৈরি করছিলেন অপর্ণা সেন।
অপর্ণা সেন চেয়েছিলেন, এই ছবি কঙ্কনা করুন। তবে নায়িকা সেটা চাননি। অপর্ণা তখন রিসার্চ করতে হবে, এই বলে কঙ্কনাকে দক্ষিণে পাঠান। পরে নায়িকা বুঝতে পারেন, আসলে চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য তাঁর এসব শেখা দরকার ছিল। এই ছবি করার পরও কঙ্কনা নাকি কাগজে চাকরির বিজ্ঞাপনে নজর রাখতেন। তিনি বেশ কয়েকটি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য।
কঙ্কনা যোগ করলেন, ”বেশ কয়েকটা ছবি করার পরেও, আমি ভাবিনি অভিনয়কে পেশা হিসাবে নেব। তাই চাকরি খুঁজছিলাম। কিন্তু জাতীয় পুরস্কার পাওয়ার পর মিডিয়া অ্যাটেনশন বেড়ে গিয়েছিল। ১০টা ছবি করার পর মনে হল, অভিনেত্রী হিসাবেই আমার পরিচয় তৈরি হয়ে গিয়েছে।” প্রথমে মায়ের ছবি করতে না চাইলেও, পরে অপর্ণা সেন পরিচালিত দুর্দান্ত কিছু ছবিতে অভিনয় করেছেন কঙ্কনা। সদ্য মুক্তি পাওয়া অনুরাগ বসু পরিচালিত নতুন হিন্দি ছবিটিও বক্স অফিসে ভালো ফল করছে। সেখানে কঙ্কনার কাজও প্রশংসা পাচ্ছে।
