AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কাল্পনিক’ কেন ছাড়পত্র পাচ্ছে না? পরিচালকের দাবি তাঁকে কারণ বলা হচ্ছে না

TV9 বাংলাকে অর্ক জানালেন, ''২২জুন কলকাতায় সিবিএফসি-র দপ্তরে ছবিটার স্ক্রিনিং হয়। তারপর মৌখিকভাবে কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও লিখিতভাবে কিছু জানানো হয়নি। তাই এর কোনও প্রমাণ নেই। সদ্য আমাদের ই-মেল করে জানানো হয়েছে, ছবিটা মুম্বইয়ে সিবিএফসি-র দপ্তরে রিভিশনের জন্য পাঠানো হচ্ছে কিছু পর্যবেক্ষণের সঙ্গে। তার কী কারণ সেটাও জানা নেই। কী পর্যবেক্ষণ, সেটাও আমাদের জানানো হয়নি।''

'কাল্পনিক' কেন ছাড়পত্র পাচ্ছে না? পরিচালকের দাবি তাঁকে কারণ বলা হচ্ছে না
| Edited By: | Updated on: Jul 10, 2025 | 3:25 PM
Share

পরিচালক অর্ক মুখোপাধ্যায় তৈরি করেছেন বাংলা ছবি ‘কাল্পনিক’। এই ছবি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবে দেখানো হয়েছিল। সেই সময়ে অধিকাংশ দর্শকের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছিল ছবিটা। পুরুলিয়াতেও এই ছবির একটা বিশেষ স্ক্রিনিং হয়েছে। সেখানে ৭৯০ জন দর্শক একসঙ্গে বসে সিনেমা দেখেছেন। ছবির শেষে হাততালিতে ভরিয়ে দিয়েছেন তাঁরা। সেই স্ক্রিনিংয়ে গল্পের বিষয়বস্তু নিয়ে কেউ আপত্তি করেননি, দাবি পরিচালকের। তাঁদের মনে হয়েছে, ছবিটা একটা বৃহত্তর আলোচনার ক্ষেত্র প্রস্তুত করে, এমন জানালেন পরিচালক। অর্ক ছবিটা রিলিজ করতে চেয়েছিলেন ১১ জুলাই। সেইমতো প্রস্তুতি নিচ্ছিলেন। জুন মাসে ছবি জমা পড়ে সিবিএফসি-র কাছে। ছাড়পত্র নেওয়ার জন্য। তবে জটিলতা তৈরি হয়েছে।

এই ছবির একটা বিশেষ স্ক্রিনিং হচ্ছে শহরে। TV9 বাংলাকে অর্ক জানালেন, ”২২জুন কলকাতায় সিবিএফসি-র দপ্তরে ছবিটার স্ক্রিনিং হয়। তারপর মৌখিকভাবে কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও লিখিতভাবে কিছু জানানো হয়নি। তাই এর কোনও প্রমাণ নেই। সদ্য আমাদের ই-মেল করে জানানো হয়েছে, ছবিটা মুম্বইয়ে সিবিএফসি-র দপ্তরে রিভিশনের জন্য পাঠানো হচ্ছে কিছু পর্যবেক্ষণের সঙ্গে। তার কী কারণ সেটাও জানা নেই। কী পর্যবেক্ষণ, সেটাও আমাদের জানানো হয়নি।” ছবির পরিচালক বা অভিনেতা-অভিনেত্রীরা আগেই বলেছেন, এটা রাজনৈতিক ছবি। এখন যে বার্তা ছবিটায় দেওয়া হয়েছে, সেটার কারণেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে এমন দেরি হচ্ছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

অর্ক যোগ করলেন, ”মৌখিকভাবে আমাদের যেসব পরিবর্তনের কথা বলা হয়েছিল, সেগুলো করলে ছবিটার ক্ষতি হবে। তখন সেই ছবি দর্শকদের দেখানোর উপযুক্ত থাকবে কিনা, সেটাই একটা প্রশ্ন। এরকম অবস্থায় কী করা যেতে পারে, তা বুঝতে পারছি না।” অর্কর শিকড় শহরে হলেও, তিনি থাকেন আমেরিকায়। সেখানে কর্মরত হওয়ার পরও বাংলা ছবির প্রতি ভালোবাসা থেকেই ছবি পরিচালনার কাজ করতে শুরু করেছেন। তাঁর প্রথম ছবি ঘিরে সামনে আরও বড় কোনও জটিলতা তৈরি হয় কিনা, সেদিকে নজর রয়েছে সিনেমাপ্রেমীদের।