‘দমবন্ধ লাগছিল, আর পারছিলাম না…’, কেমন এমন বললেন সৌমিতৃষা

Soumitrisha Kundu: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন একটি ছবি। যেখানে তাঁর পা থেকে ভেসে যাচ্ছে রক্ত। পায়ে চোট পেয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। রক্তাক্ত অবস্থা, ছবি শেয়ার করে নিজের শরীরের অবস্থার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এক সংবাদ মাধ্যমের ফোটোশুট ছিল পাঁচ তারা হোটেলে।

'দমবন্ধ লাগছিল, আর পারছিলাম না...', কেমন এমন বললেন সৌমিতৃষা
সৌমিতৃষা কুন্ডু।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2024 | 4:21 PM

সৌমিতৃষা কুণ্ডু, ব্ল্যাক পোশাকে সকলের নজর কাড়লেন প্রধান ছবির সাকসেস পার্টিতে। যেখানে গোটা টিমের সঙ্গে তাঁকে কেক কেটে সেলিব্রেশনে সামিল হতে দেখা যায়। তবে কীসের এই মন খারাপ। কেন TV9 বাংলাকে হঠাৎ সৌমিতৃষা বললেন, তাঁর আর ভাল লাগছিল না। দমবন্ধ হয়ে আসছিল? না, তেমন কিছুই নয়। কাজের সূত্র প্রতি মুহূর্তে ছুটে বেড়ানো সৌমিকে ডাক্তারের পরামর্শে টানা এগারো দিন বাড়িতেই থাকতে হয় বন্দি হয়ে। যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না অভিনেত্রী। দিনে তিনটি পেইনকিলার খেতে হয়েছিল তাঁকে। তাও সহ্য করতে পারছিলেন না। গত ১০ দিন আগেই হঠাৎই ঘটে বিপত্তি।

ঠিক কী হয়েছিল সৌমিতৃষার?

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন একটি ছবি। যেখানে তাঁর পা থেকে ভেসে যাচ্ছে রক্ত। পায়ে চোট পেয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। রক্তাক্ত অবস্থা, ছবি শেয়ার করে নিজের শরীরের অবস্থার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এক সংবাদ মাধ্যমের ফোটোশুট ছিল পাঁচ তারা হোটেলে। সেখানেই শুটে ব্যস্ত ছিলেন সৌমি। হঠাৎ সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে চোট পান তিনি। নখ উঠে গিয়ে রক্তাক্ত অবস্থা। যন্ত্রণা নিয়েই কাজ শেষ করেন তিনি। মুহূর্তে সেখানে উপস্থিত টিম প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বরফও দেওয়া হয়। সেই অবস্থাতেই সৌমি সেদিনের শুট শেষ করে। কিন্তু বাড়ি ফিরতেই এসেছিল জ্বর। ডাক্তারের পরামর্শে সেদিন থেকেই ছিলেন তিনি বাড়িতে।

টানা ১১ দিন পর বাড়ি থেকে বেরতে পেরে একপ্রকার স্বস্তি পেলেন সৌমিতৃষা। পায়ের ব্যথা একেবারে কম। ভালই আছেন তিনি। হাসতে হাসতে জানালেন, প্রধান ছবির সাকসেস পার্টি যদি আর কয়েকদিন পর হতো, তবে তিনি যেতে পারতেন না। গত ১০ দিন বাড়িতে থাকতে দমবন্ধ হয়ে এসেছিল তাঁর। থাকতে না পেড়ে মায়ের সঙ্গে কাছেপিঠে বেরিয়েও পড়েছিলেন। তারপরের দিনই পার্টিতে নজরে আসেন তিনি।